ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাক ভাড়া তিনগুণ ॥ দাম অর্ধেক

অবরোধে টমেটোর বাজারে ধস

প্রকাশিত: ০৪:৪১, ৮ জানুয়ারি ২০১৫

অবরোধে টমেটোর বাজারে ধস

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবরোধের কারণে ধস নেমেছে শীতকালীন কৃষিপণ্য টমেটোর বাজারে। মাত্র তিনদিনের ব্যবধানে দেশের বৃহত্তম টমেটোর বাজার রাজশাহীর গোদাগাড়ীতে টমেটোর দাম অর্ধেকে নেমে এসেছে। আর দ্বিগুণ বেড়েছে ট্রাকের ভাড়া। রাজশাহীর গোদাগাড়ী থেকে চট্টগ্রামের ট্রাক ভাড়া তিন দিন আগে ২৫ হাজার টাকা থাকলেও এখন ৬০ হাজারেও মালিকরা যেতে চাইছে না। শুধু তাই নয়, বেশিরভাগ পাইকারি ব্যবসায়ী ঝুঁকি নিয়ে টমেটো কিনতে চাইছে না। ফলে কৃষকের কষ্টের ফসল উঠোনেই পচে যেতে শুরু করেছে। আর পাকা টমেটোতে পচন ধরায় টমেটো বিক্রির জন্য মরিয়া হয়ে চাষী। গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার টমেটো চাষীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত মৌসুমে তারা টানা হরতাল-অবরোধের কারণে দেশের বিভিন্নস্থানে টমেটো পাঠাতে না পেরে ক্ষতির সম্মুখিন হয়েছিল। ফলে এবার তারা আশায় বুক বেঁধেছিলেন সেই ক্ষতি পুষিয়ে নেয়ার। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই আশা তিনদিনের ব্যবধানে দুরাশায় পরিণত হলো। উপজেলার পিরিজপুর গ্রামের টমেটো চাষী গোলাম রসুল জানান, রবিবার তিনি প্রতিমণ পাকা টমেটো ৩৬০ টাকা দরে বিক্রি করেছেন। তিনদিনের ব্যবধানে মঙ্গলবার ওই টমেটোর দর এসে দাঁড়িয়েছে প্রতিমণ সর্বোচ্চ ১৫০ টাকা। মহিষালবাড়ি গ্রামের টমেটো চাষী জিয়াউর রহমান বলেন, দেশে হরতাল-অবরোধের মতো কর্মসূচী না এলে টমেটোর দাম এভাবে দ্রুত কমে যেত না। আর এক সপ্তাহ গোদাগাড়ীর কৃষকরা যদি টমেটো বিক্রি করতে না পারে তাহলে ক্ষতির মুখে পড়বে। টমেটোর হঠাৎ দাম কমে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে নাটোর থেকে গোদাগাড়ীতে টমেটো কিনতে আসা ব্যবসায়ী শাহজাহান আলী বলেন, গোদাগাড়ী থেকে চট্টগ্রামের ২৫ হাজার টাকার ট্রাক ভাড়া তিনদিনের ব্যবধানে ৬০ হাজারে ঠেকেছে। কিন্তু চট্টগ্রামে টমেটোর বাজার স্থিতিশীল। আগের দামে টমেটো কিনলে ট্রাক ভাড়া চুকিয়ে ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে। এ কারণে টমেটোর দাম কমে গেছে। ওই ব্যবসায়ীর দাবি, অবরোধের কারণে ট্রাক চালকরা ঝুঁকি নিয়ে যেতে চাইছে না। রবিবার কেনা টমেটোগুলোতেও পচন ধরতে শুরু করেছে। বাধ্য হয়ে বেশি টাকাতেই ট্রাক ভাড়া মিটিয়ে টমেটো পাঠাতে হচ্ছে। মহিষালবাড়ি এলাকার পাইকারি টমেটো ব্যবসায়ী ইউসুফ আলী জানান, গত মৌসুমে টানা হরতাল-অবরোধ কর্মসূচীর মধ্যেও অতিরিক্ত টাকায় ট্রাক ভাড়া করে তিনি সিলেটে টমেটো নিয়ে যাচ্ছিলেন। পথে নাটোরে অবরোধকারীরা তাদের ট্রাক আটকায়। সেখানে তিনদিন আটকেছিল পাকা টমেটো ভর্তি ট্রাক। তিনদিন পর টমেটো পচে যাওয়ায় তা ফেলে দিয়ে বাড়ি ফিরেছিলেন। এ কারণে তার মতো বেশিরভাগ ব্যবসায়ী চলতি মওসুমে অবরোধের মধ্যে আর ঝুঁকি নিয়ে টমেটো কিনতে চাইছেন না। আবার পাকা টমেটোতে পচন ধরায় টমেটো বিক্রির জন্য মরিয়া চাষী। ফলে চাহিদা কমে যাওয়ায় টমেটোর দাম এমনিতেই কমে গেছে। এদিকে অতিরিক্ত ট্রাক ভাড়া নেয়ার কারণ জানতে চাইলে উপজেলা সদরের ট্রাক মালিক দুলাল হোসেন বলেন, গত মৌসুমে অবরোধের মধ্যে কুমিল্লায় টমেটোসহ ট্রাক পুড়িয়ে দিয়েছিল অবরোধকারীরা। এ কারণে ট্রাক মালিকরা গাড়ি রাস্তায় নামাতে চায় না। যারা গাড়ি রাস্তায় নামায় তারা নিজ দায়িত্বে রাস্তায় নামাচ্ছে। তাই ঝুঁকির কথা বিবেচনা করেই ট্রাক ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি করেন দুলাল হোসেন। স্থানীয় কৃষি বিভাগ জানায়, গোদাগাড়ী উপজেলায় চলতি মৌসুমে প্রায় দুই হাজার ৭৬০ হেক্টর জমিতে শীতকালীন টমেটোর চাষাবাদ হয়েছে। প্রতিবিঘা জমিতে কমপক্ষে ৭০ মণ টমেটো উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রতিবছর এই উপজেলায় টমেটোকেন্দ্রিক প্রায় ৪০০ কোটি টাকার কারবার হয় বলেও নিশ্চিত করেছে স্থানীয় কৃষি বিভাগ। এখানকার উৎপাদিত টমেটোই দেশের বিভিন্নস্থানে সরবরাহ করা হয়।
×