ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিন অটোযাত্রীর প্রাণ গেল দুই বাসের ওভারটেকিংয়ে

প্রকাশিত: ০৭:০৭, ৭ জানুয়ারি ২০১৫

তিন অটোযাত্রীর প্রাণ গেল দুই বাসের ওভারটেকিংয়ে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে বাসের ধাক্কায় নিহত হলো অটোরিক্সার তিন যাত্রী। মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর উত্তরার হাউস বিল্ডিংয়ের নর্থ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। বিআরটিসি ও সুপ্রভাত বাসের ওভারটেকিংয়ের সময় চাপা পড়ে সিএনজিচালিত অটোরিক্সাটি। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিক্সার চালক নজরুল (৩০) এবং দুই সহকর্মী সুদীপ কুমার মজুমদার ও এন এম হোসাইন। ঘটনার পর পরই পুলিশ বিআরটিসি ও সুপ্রভাত বাসসহ সিএনজিটি জব্দ করে। এ প্রসঙ্গে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মঈনুল কবীর জনকণ্ঠকে বলেন, ঘটনার পর পরই আমরা সিএনজিসহ বাস দুটিকে জব্দ করার পাশাপাশি বিআরটিসি বাসের চালক মিজানুর রহমানকে আটক করি। সুপ্রভাত বাসের চালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে যায়। তাদের দু’জনকে গ্রেফতারে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।
×