ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চেল্লাখালী রাবার ড্যাম প্রকল্পের ভিত্তি প্রস্তুর স্থাপন

প্রকাশিত: ০৫:৪৪, ৭ জানুয়ারি ২০১৫

চেল্লাখালী রাবার ড্যাম প্রকল্পের ভিত্তি প্রস্তুর স্থাপন

গত ৪ জানুয়ারি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন চেল্লাখালী রাবার ড্যাম প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এসএম নাজমুল ইসলাম ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেরায় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধানী চেল্লাখালী নদীতে রাবার ড্যাম নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বাস্তাবায়িত করছে। এ কাজে ব্যয় হবে প্রায় ১৪ কোটি টাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি। স্বাগত ভাষণ দেন প্রকল্প পরিচালক হাফিজউল্লাহ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক এ জেড এম মমতাজুল ইসলাম, শেরপুরের জেলা প্রশাসক জাকির হোসেন ও পুলিশ সুপার মেহেদুল করিম। -বিজ্ঞপ্তি তিন মাসে এগারো বাল্যবিয়ে নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৬ জানুয়ারি ॥ নড়াইলের নিকাহ রেজিস্টার মাওলানা রুহুল্লাহকে ১৫ দিনের কারাদ-াদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রুহুল্লাহ ইতনা ইউনিয়নের নিকাহ রেজিস্টার। মঙ্গলবার দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন এ দ-াদেশ দেন। পদব্রজে শত মাইল স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ রোভার স্কাউটের সর্বোচ্চ পুরস্কার ‘প্রেসিডেন্ট পদক’-এর জন্য মনোনীত হতে সোমবার রাতে মুন্সীগঞ্জ পলিটেকনিকের তিন শিক্ষার্থী হেঁটে ১শ’ মাইল অতিক্রম করেছে। রাত সাড়ে ৯টার দিকে রোভার স্কাউটের ওই শিক্ষার্থীরা হেঁটে ১শ’ মাইল পথ অতিক্রম করে ময়মনসিংহের মুক্তাগাছা শহরে পৌঁছে। মুন্সীগঞ্জ রোভার স্কাউটের কমিশনার অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী এ তথ্য নিশ্চিত করে জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই হাঁটার আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা রোভার স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বাদল এ তিন শিক্ষার্থীর হাঁটার উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন।
×