ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চেলসির খোঁজখবর রাখছেন মেসি!

প্রকাশিত: ০৫:২৪, ৭ জানুয়ারি ২০১৫

চেলসির খোঁজখবর রাখছেন মেসি!

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসি বার্সিলোনা ছাড়বেন এমনটি কিছুতেই মানতে পারেন না তার অগণিত ভক্ত-সমর্থকরা। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, এমন আলামতই গত কয়েক মাসে দেখা যাচ্ছে। মেসির একটি বক্তব্যের প্রেক্ষিতেই এই গুঞ্জনের শুরু। তবে উয়েফার নিয়মের কারণে আপাতত সেটা সম্ভব নয় বলেও জানা গেছে। কিন্তু সর্বশেষ তাজা খবর হচ্ছে, স্বয়ং মেসিই নাকি চেলসির খোঁজখবর রাখা শুরু করেছেন। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যকের উদ্ধৃতিতে এমনই জানা গেছে। ইংলিশ পত্রিকা মিরর জানিয়েছে, সম্প্রতি মেসি নাকি ইনস্টাগ্রামে চেলসিকে অনুসরণ করছেন। যে কারণে দ্য ব্লুজ ভক্তরা মেসিকে স্টামফোর্ড ব্রিজে পেতে আশায় বুক বাঁধতে পারেন। দৈনিকটি জানিয়েছে, চেলসি ছাড়াও ক্লাবটির দুই খেলোয়াড় স্পেনের চেস ফেব্রিগাস ও ব্রাজিলের ফিলিপে লুইসকে ইনস্টাগ্রামে অনুসরণ শুরু করছেন আর্জেন্টাইন অধিনায়ক। শুধু তাই নয়, মেসির প্রেমিকা আন্টোলেনা রোকুজ্জাও টুইটারে চেলসিকে অনুসরণ করছেন। বার্সিলোনা থেকে মেসিকে পাওয়ার কাজটা সহজ হবে না চেলসির। ইংলিশ প্রিমিয়ার লীগে রেকর্ড টানা চারবারের ফিফা সেরা ফুটবলারকে আনতে ২০ কোটি পাউন্ড লাগতে পরে বলে ধারণা করছেন অনেকে। চেলসির মালিক রোমান আব্রামোভিচও মেসিকে দলে ভেড়াতে আগ্রহী বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত মেসি চেলসি কিংবা ইংলিশ প্রিমিয়ার লীগে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ অথবা কোন মন্তব্য করেননি। মেসিকে চেলসিতে পেতে ইতোমধ্যে নিজের আগ্রহের কথা জানিয়েছেন ফেব্রিগাস। সাবেক বার্সা সতীর্থের সঙ্গে স্টামফোর্ড ব্রিজে একসঙ্গে খেলার স্বপ্নের কথা জানান চেলসির স্প্যানিশ ফরোয়ার্ড। ডিসেম্বর মাসে এক সাক্ষাতকারে এমন ইচ্ছার কথা জানান তিনি। ফেব্রিগাস জানিয়েছেন, মেসি যদি বার্সা ছেড়ে চেলসিতে যোগ দেয় তাহলে আমি খুবই খুশি হব। আমি মনে করি, এই মৌসুম শেষে কাতালান ক্লাবটিতে মেসির গুরুত্ব কমে যাবে। সেক্ষেত্রে মেসির ক্লাব ছাড়ার সম্ভাবনা আরও জোড়ালো হবে। গত নবেম্বর মাসে মেসি এক সাক্ষাতকারে বোমা ফাটান। বলেছিলেন, ন্যুক্যাম্পে আমার ভবিষ্যনিয়ে সন্দিহান। আমি এই ক্লাবেই থাকতে চাই। কিন্তু অনেক সময়েই মানুষের চাওয়ার সঙ্গে বাস্তবতার মিল থাকে না। মেসির এমন মন্তব্যের পর থেকেই তার বার্সা ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ফেব্রিগাস আরও বলেন, এই মুহূর্তে মেসিই বার্সার চালিকাশক্তি। বাকিদের চেয়ে মেসিই এগিয়ে। তবে আমি মনে করি, বার্সায় তার চাহিদা ধীরে ধীরে কমে যাবে। কারণ, বার্সায় অনেক নতুন ফুটবলার যোগ দিয়েছে। সুয়ারেজের জন্য মেসি মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারছে না। সবদিক মিলিয়ে এই মৌসুম শেষেই বার্সায় মেসির আধিপত্য কমে যাবে। পেটের সমস্যার কারণে বার্সিলোনার সঙ্গে অনুশীলন করতে পারেননি লিওনেল মেসি। অসুস্থতার কারণে মিডফিল্ডার রাফিনহাও অনুশীলনে ছিলেন না বলে বার্সলোনা তাদের ওয়েবসাইটে জানায়। ব্রাজিলের এই খেলোয়াড় ভুগছেন কানের সমস্যায়। বৃহস্পতিবার ন্যুক্যাম্পে স্প্যানিশ কাপের শেষ ষোলোর ম্যাচে এলচের মুখোমুখি হবে বার্সিলোনা।
×