ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট কেভিন লায়ন

প্রকাশিত: ০৪:২২, ৭ জানুয়ারি ২০১৫

শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট কেভিন লায়ন

১ জানুয়ারি থেকে শেভরন বাংলাদেশ-এর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কেভিন লায়ন। তিনি শেভরন আপস্ট্রিম ইউরোপ-এ নেদারল্যান্ড-এর কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যুক্তরাষ্ট্রের উওমিং বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করার পর একই বছরে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে শেভরন-এ যোগদান করেন লায়ন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইন্দোনেশিয়া, নাইজেরিয়া এবং ফিলিপাইনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং এবং ব্যবস্থাপকের পদে অধিষ্ঠিত ছিলেন। -বিজ্ঞপ্তি। মেটলাইফ আলিকোর ব্র্যান্ডনাম এখন ‘মেটলাইফ’ জীবনবীমা প্রতিষ্ঠান আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কো¤পানি সম্প্রতি তাদের ব্র্যান্ডনাম মেটলাইফ আলিকো থেকে ‘মেটলাইফ’-এ পরিবর্তনের ঘোষণা দেয়। এই রিব্র্যান্ডিং-এর মাধ্যমে কো¤পানিটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘মেটলাইফ’ নামে পরিচিত হলো এবং বহুজাতিক কো¤পানি হিসেবে বিশ্বব্যাপী মেটলাইফ-এর যে সামর্থ্য ও দক্ষতা এদেশেও তার প্রতিফলনে আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হলো। সম্প্রতি কোম্পানিটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় কর্মকর্তাদের উপস্থিতিতে মেটলাইফ-এর রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ্যান্ড হেড অব সাউথ এশিয়া, এম নূরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ১ জানুয়ারি ২০১৫ থেকে এই নতুন ব্র্যান্ডনাম (মেটলাইফ) কার্যকরের ঘোষণা দেন। -বিজ্ঞপ্তি
×