ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুল্কমুক্ত সুবিধার কাক্সিক্ষত ব্যবহার করতে পারছে না বাংলাদেশ

প্রকাশিত: ০৪:২১, ৭ জানুয়ারি ২০১৫

শুল্কমুক্ত সুবিধার কাক্সিক্ষত ব্যবহার করতে পারছে না বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে উন্নত দেশগুলোতে পণ্য রফতানিতে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার কাক্সিক্ষত ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। একই সময়ে অনেক প্রতিযোগী দেশ বেশি হারে এই সুবিধা কাজে লাগাচ্ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞগণ। এমন অবস্থায় বিদ্যমান রুলস অব অরিজিনের শর্ত বাংলাদেশের জন্য কতটুকু প্রযোজ্য তা ভেবে দেখার সময় এসেছে বলে মত দিয়েছেন তারা। মঙ্গলবার রাজধানীর মেট্রোপলিটন চেম্বার ভবনে এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞগণ এমন মত প্রকাশ করেন। ‘বালি ডিসকাশন অন প্রিফারেন্সিয়াল রুলস অব অরিজিন ফর এলডিসি : ইস্যু’স ফর বাংলাদেশ’ শীর্ষক ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)। সংগঠনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন। অলোচনায় অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়, ডব্লিওটিও সেলের ডিজি ড. অজয় চক্রবর্তী, নেজার আহমেদ, এফবিসিসিআইয়ের উপদেষ্টা মঞ্জুর আহমেদ, আতাউর রহমান, এমসিসিআইয়ের মহাসচিব ফারুক হাসান, পরিচালক কামরান টি রহমান প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী মোস্তফা আবিদ খান। অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত দেশগুলো পণ্য আমদানির ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দিয়ে থাকে। তবে এ জন্য পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমদানিকৃত কাঁচামাল ও নিজ দেশের কাঁচামাল ব্যবহারের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা দেয়। এটিকে রুলস অব অরিজিন বলে। গত বছর ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর জন্য এ শর্ত কিছুটা শিথিল করার পক্ষে ঐকমত্য আসে। মূল প্রবন্ধে মোস্তফা আবিদ খান রুলস অব অরিজিন শিথিল করার পর ইউরোপের দেশগুলোতে রফতানির তথ্য-উপাত্ত উল্লেখ করে বলেন, এতে বাংলাদেশ রফতানি ১০ শতাংশ থেকে বেড়ে ১৬ শতাংশ হয়েছে। কিন্তু কম্বোডিয়া, লাউস, তাঞ্জানিয়া, জাম্বিয়া এমনকি আফগানিস্তানের মত দেশের রফতানি বৃদ্ধির হার আরও অনেক বেশি। এলডিসি হিসেবে বাংলাদেশ কীভাবে সর্বোচ্চ সুবিধা নিতে পারে তা এখন ভাবনার সময় এসেছে বলে উল্লেখ করেন তিনি। হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। তবে তার আগেই সব বিষয়ে সক্ষমতা অর্জন করতে হবে। এছাড়া আগামী বছর থেকে ওষুধ পণ্য রফতানির ক্ষেত্রে বিদ্যমান জিএসপি সুবিধা বাতিল হলে তা কীভাবে সামাল দেয়া যাবে তাও ভাবা উচিত। এ সময় বক্তারা বলেন, রুলস অব অরিজিনের শর্ত শিথিল করায় কিছু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। গুলশানে মিডল্যান্ড ব্যাংকের শাখা উদ্বোধন মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের আরও একটি শাখা সম্প্রতি গুলশান-২-এর নর্থ এভিনিউস্থ এন.বি. টাওয়ারে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান-উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার বেক নিট লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান ও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির। -বিজ্ঞপ্তি
×