ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তারকা ফুটবলার জাহিদকে বাফুফের শাস্তি

প্রকাশিত: ০৬:৫৬, ৬ জানুয়ারি ২০১৫

তারকা ফুটবলার জাহিদকে বাফুফের শাস্তি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি নির্দোষ। যে রায় দেয়া হয়েছে, তার বিরুদ্ধে আমি আপীল করব। এজন্য খুব শীঘ্রই আমি বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের সঙ্গে দেখা করব।’ কথাগুলো জাহিদ হোসেনের। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই কৃতী উইঙ্গারকে সোমবার শাস্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাহিদের বিরুদ্ধে নিয়ম-শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে তার বিরুদ্ধে বাফুফের কাছে নালিশ করেছিল মোহামেডান ক্লাব। সেই নালিশের প্রেক্ষিতে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি জাহিদকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সঙ্গে ব্যাপারটা মিটমাট করে নিতে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল। তা অতিক্রান্ত হয় গত ৩১ ডিসেম্বর। কিন্তু মোহামেডানের সঙ্গে কোন সমঝোতা করেননি জাহিদ। জাহিদ গত মৌসুমে মোহামেডানে খেলার সময় যে টাকা (প্রায় ৩৫ লাখ টাকা) পারিশ্রমিক পেয়েছিলেন, সেই টাকার পঞ্চাশ শতাংশ বাফুফের মাধ্যমে মোহামেডানকে ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় জাহিদ আগামী এক বছর ঘরোয়া এবং ক্লাব পর্যায়ে কোন টুর্নামেন্টে খেলতে পারবেন না।
×