ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সামনে কেবল ব্র্যাডম্যান

প্রকাশিত: ০৬:০৫, ৬ জানুয়ারি ২০১৫

সামনে কেবল ব্র্যাডম্যান

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট ইতিহাসের পঞ্চম ও তৃতীয় লঙ্কান হিসেবে টেস্টে ১২ হাজার রানের মালইলফলক অতিক্রম করেছিলেন আগের দিন। রবিবার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে আরও এক কীর্তি গড়ে দলকে বাঁচালেন কুমার সাঙ্গাকারা। তুলে নিলেন ক্যারিয়ারের ১১তম ডাবল সেঞ্চুরি। টেস্টে ১২টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে তার সামনে কেবল প্রয়াত অসি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। ১৪,৯৩ রান করে ছিলেন গত বছর ২০১৪ সালের সর্বাধিক রান সংগ্রাহক। আর নতুন বছরের প্রথম সপ্তাহেই দু’-দুটি ঐতিহাসিক অর্জনে নাম লেখালেন সাঙ্গাকারা। এক কথায়, বিদায়লগ্নে ব্যাট হাতে উড়ছেন ৩৭ বছর বয়সী লঙ্কান ক্রিকেটের এই দিকপাল। ৮, ৯, ১০ ডাবল সেঞ্চুরি যিনি হাঁকিয়েছেন তিনি ১১তম ডাবল পেতেই পারেন, এতে খুব বেশি আশ্চর্য হওয়ার নেই! কিন্তু এবার কোন্ পরিস্থিতিতে সেটি করলেন? তা সত্যি চোখ কপালে তুলে দেয়ার মতো। প্রথম টেস্ট হেরে সিরিজে কোণঠাসা তার দল। সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে ওয়েলিংটনের দ্বিতীয় ও শেষ ম্যাচে। নিউজিল্যান্ডের ২২১ রানের জবাবে এক পর্যায়ে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম দিনেই হার দেখছিল শ্রীলঙ্কা, সেখান থেকে প্রতিরোধ গড়ে দলকে নিয়ে গেলেন ৩৫৬ রানে! লিড ১৩৫। এক শ’, দেড় শ’ পেরিয়ে হাঁকালেন ১১তম ডাবল সেঞ্চুরিও! আধুনিক ক্রিকেটের ক্লাসিক্যাল উইলোবাজ সাঙ্গাকারা বেসিন রিজার্ভ পার্কে যা করেছেন, তার বর্ণনা ভাষাতীত। ভাল সঙ্গ পেয়েছেন ৬৭ রান করা দিনেশ চান্দিমালের কাছ থেকে, নয়ত এটি সম্ভব হতো না।
×