ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোচ ভ্যান গাল সন্তুষ্ট শিষ্যদের পারফরমেন্সে

প্রকাশিত: ০৬:০২, ৬ জানুয়ারি ২০১৫

কোচ ভ্যান গাল সন্তুষ্ট শিষ্যদের পারফরমেন্সে

স্পোর্টস রিপোর্টার ॥ এফএ কাপের তৃতীয় পর্বে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর দারুণ জয়ে ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট এফএ কাপের চতুর্থ পর্বের টিকেট নিশ্চিত করায় সন্তুষ্ট রেড ডেভিলদের কোচ লুইস ভ্যান গাল। বিশেষ করে দলের কয়েক খেলোয়াড় ইনজুরিতে থাকার পরও অন্যদের পারফরমেন্স মুগ্ধ করেছে সাবেক হল্যান্ডের এই কোচকে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা বড় দিনের উৎসবটা ভালভাবেই শেষ করতে পেরেছি। এতে আমি খুবই আনন্দিত। আমাদের স্কোয়াডটা বেশ ছোট ছিল। কারণ কয়েকজন ইনজুরিতে ভুগছেন। আর এমন অবস্থাতেও খেলোয়াড়রা ভাল পারফরমেন্স উপহার দিয়েছে।’ ইংলিশ প্রিমিয়ার লীগে শেষ ১০ ম্যাচে অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতে বেশ বাজে পারফরমেন্স উপহার দিলেও তা ক্রমেই কাটিয়ে উঠছে তারা। বর্তমানে লীগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে লুইস ভ্যান গালের শিষ্যরা। তাই এখন শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সঙ্গে এফএ কাপের ট্রফিটাও ছোঁয়ার স্বপ্ন ভ্যান গালের। এ বিষয়ে তিনি বলেন, ‘চোটের কারণে প্রতিপক্ষের বিপক্ষে খুব বেশি খেলোয়াড় পরিবর্তন করতে পারিনি। তার পরও প্রিমিয়ার লীগে আমাদের অবস্থান এখন ভাল। এফএ কাপেও চতুর্থ পর্বে উঠেছি আমরা। একজন কোচ হিসেবে এর চেয়ে আর বেশি কী প্রত্যাশা করতে পারি।’ এর পরই বলেন এফএ কাপের শিরোপা জয়ের কথা। এ বিষয়ে তার অভিমত হলো ‘আমাদের চমৎকার একজন সহকারী কোচ রায়ান গিগস। তার কাছ থেকেই শুনেছি যে গত দশ বছর ধরে এফএ কাপের শিরোপা জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। আশা করি এবারই সেই শিরোপা জয়ের আক্ষেপ ঘুচবে আমাদের। তবে এখনও আমাদের পথটা অনেক দীর্ঘ।’ দলের সেরা খেলোয়াড় রাফায়েলের ভূয়সী প্রশংসা করেছেন ভ্যান গাল। শুধু তাই নয়। প্রথমেই ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন এ্যান্ডার হেরেরা। ইয়োভিল টাউনের বিপক্ষে দুর্দান্ত এক গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে অসাধারণ দক্ষতায় শট করে গোল করেন তিনি। তারও প্রশংসায় মাতেন ভ্যান গাল। এ বিষয়ে ডাচ ম্যান বলেন, ‘এটাই তার কারিশমা। বক্সের বাইরে থেকে শট করে এটাই তার প্রথম গোল নয়। তবে এটা ছিল দুর্দান্ত এক গোল। এর জন্য অবশ্য ভাগ্যেরও প্রয়োজন।’ এই ম্যাচে বিশ্রামে রাখা হয় দলের সেরা তারকা রবিন ভ্যান পার্সিকে। তার জায়গায় খেলানো হয় জেমস উইলসনকে। বিশ্বফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার কলম্বিয়ার রাদামেল ফ্যালকাও এবং ইংল্যান্ডের ওয়েন রুনির সঙ্গে মিডফিল্ডে আলো ছড়িয়েছেন তিনি। ইয়োভিল টাউনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই অনেক সুযোগ পেয়েছিল ম্যানইউ। কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারেনি ভ্যান গালের শিষ্যরা। তবে এই ম্যাচে গোল পেয়েছেন এ্যাঞ্জেল ডি মারিয়াও। যা রেড ডেভিলদের জন্য সুখবরই বটে। গত দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন স্ট্রাইকার। মূলত হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন তিনি। অবশেষে দলে ফিরেই গোল করে দলকে দিলেন জয়ের স্বাদ। এদিকে শিষ্যদের পারফরমেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন ইয়োভিল টাউনের কোচ গ্যারি জনসনও। ইউনাইটেডের বিপক্ষে তাদের লক্ষ্যই ছিল লড়াকু পারফরমেন্স উপহার দেয়া। আর সেটা করতে সক্ষম হয়েছে তার দল। এ বিষয়ে জনসনের অভিমত হলো ‘আমরা চেয়েছিলাম ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লড়াই করা। আর সেটা করতে পেরেছি আমরা।’
×