ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাহুতের পোয়াবারো...

প্রকাশিত: ০৫:৫৫, ৬ জানুয়ারি ২০১৫

মাহুতের পোয়াবারো...

৫ জানুয়ারি। দেশের প্রধান দুই দল গণতন্ত্র বিজয় দিবস ও গণতন্ত্র হত্যা দিবস পালনে ব্যস্ত ছিল। বলা চলে, এদিন রাজধানীতে তেমন কোনও গাড়ি চলেনি। রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। কর্মব্যস্ততাও তেমন ছিল না। এ সময় সুযোগ বুঝে হাতি নিয়ে রাস্তায় নামে এক মাহুত। অন্যদিন যেখানে বড় বড় গাড়ি চলে সোমবার সেই সড়ক দিয়ে হনহন করে চলে হাতি। বিষয়টি স্থানীয়দের নজর কাড়ে। জড়ো হয় অনেকেই। আর এ সুযোগে উপস্থিতদের কাছ থেকে হাতির খাবার কেনার কথা বলে অনেক টাকা হাতিয়ে নেয় মাহুত। এভাবে অল্প সময়ের মধ্যেই বহু টাকা তার পকেটে যায়। সোমবার দুপুরে রাজধানীর রামপুরা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী সবিতা রহমান
×