ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে সভা

প্রকাশিত: ০৩:৫৬, ৬ জানুয়ারি ২০১৫

কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে সভা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলার উখিয়ায় মানব পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে হেলপ কক্সবাজার এনজিওর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় উখিয়ার জালিয়াপালং পাইন্যাসিয়া জুম্মাপাড়া গ্রামে আবদুচ্ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য বেলাল উদ্দিন, হেলপের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন সিকদার ও প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ তাহের। ও সময় আবদুল জব্বার, মোহাম্মদ কালু, কামাল উদ্দিন, সোনা মিয়া, শামশুল আলম, আলী হোছাইন, ভিকটিম আফাজ উদ্দিন উপস্থিত ছিলেন। মাদারীপুরে জোড়া খুনের বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৫ জানুয়ারি ॥ জেলার শিবচরে জোড়া খুনের ঘাতকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রবিবার সকালে শত শত নারী-পুরুষ ২ ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় প্রায় ২ ঘণ্টা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেলে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় ২ ঘণ্টা পর পাঁচ্চর হাইওয়ে পুলিশ আবুল খায়ের খুনিদের ধরে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধ এলাকাবাসী। উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার সন্ধায় মাদারীপুরের শিবচর উপজেলার দুই সিএনজি চালক মিলন হাওলাদার (৩০) ও আব্বাস সরদারকে (৪০) কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই মিলন মারা যায়। আহত আব্বাস চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। সংস্কারের দাবিতে ২ মাসব্যাপী আন্দোলন সিলেট-ভোলাগঞ্জ সড়ক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে দুই মাসব্যাপী আন্দোলন কর্মসূচী ঘোষণা করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার নারী জনপ্রতিনিধিরা। সোমবার বেলা সাড়ে ১২টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে নারী জনপ্রতিনিধিদের পক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা এ কর্মসূচী ঘোষণা করেন। সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারী থেকে উত্তোলিত পাথর সমগ্র দেশে সরবরাহ হয়ে থাকে। প্রতিদিন সহস্রাধিক ট্রাক পাথর নিয়ে চলাচল করে থাকে। বর্তমানে সড়কটির ভাঙ্গাচুরা অবস্থা বেহাল আকার ধারণ করেছে। সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দাউদকান্দিতে চার চাঁদাবাজ ও ৩ আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৫ জানুয়ারি ॥ দাউকান্দিতে দেশী অস্ত্রসহ ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচাবাজি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারী ডিগ্রী কলেজের সামনে চাঁদাবাজি করার সময় ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশী অস্ত্র ও চাঁদাবাজির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ইয়াছিন আরাফাত (২২), আরিফুল ইসলাম জয় (২১), রাসেল মিয়া (২৮) ও মামুন (৩২)। অপরদিকে ৩ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উখিয়ায় টমটমে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলার উখিয়ায় আবারও টমটমে ওড়না পেঁচিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ধুরংখালীতে এ ঘটনা ঘটে। ইয়াছমিন আকতার নামে (৬) নিহত শিশু রামু তুলাবাগান কালারপাড়া গ্রামের সোনা মিয়ার কন্যা। ইতোপূর্বে শহরে হাসেমিয়া মাদ্রাসা গেট এলাকায় টমটমে ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু ঘটেছে।
×