ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তদন্ত করতে পারে স্কটল্যান্ড ইয়ার্ড

প্রকাশিত: ০৩:৫১, ৬ জানুয়ারি ২০১৫

তদন্ত করতে পারে স্কটল্যান্ড ইয়ার্ড

ব্রিটেনের ডিউক অব ইয়র্ক প্রিন্স এ্যান্ড্রু এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন নিয়ে দেশটির পুলিশ বিভাগ স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তের সম্মুখীন হতে পারেন। ভার্জিনিয়া রবার্টস নামে এক নারী দাবি করেছেন, নাবালিকা বয়সে তাকে কয়েকবার প্রিন্সের সঙ্গে যৌন সংসর্গে বাধ্য করা হয়েছিল। ভার্জিনিয়া যদি প্রিন্সের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন তাহলে এই তদন্ত হবে। পুলিশ সূত্র এ খবর নিশ্চিত করেছে। খবর টেলিগ্রাফ। ভার্জিনিয়ার সঙ্গে যে কোন ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছেন ডিউক অব ইয়র্ক। ওই নারী কখনও প্রিন্সের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেননি। মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেছেন, ভার্জিনিয়া দাবি করেছেন যে ডিউকের দ্বারা তিনি যৌন নিগ্রহের শিকার হয়েছেন। আমরা এখনও এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। যদি পাই, তাহলে আমরা এর তদন্ত করব। এদিকে ব্রিটেনের রানী এলিজাবেথের দ্বিতীয় পুত্র এ্যান্ড্রুর বিরুদ্ধে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেছে বাকিংহাম প্যালেস। রবিবার বাকিংহামের দেয়া দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে প্রিন্সের যৌন সম্পর্কের এই অভিযোগ মিথ্যা। তবে এই বিষয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে একাধিক বিবৃতি প্রকাশের ঘটনাকে অস্বাভাবিক বলেই মনে করছে সে দেশের সংবাদমাধ্যম। উদ্ভূত পরিস্থিতিতে প্রিন্স এ্যান্ড্রু ও রাজপরিবারের সুনাম ক্ষুণœ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচের ডিসট্রিক্ট কোর্ট আদালতে গত সোমবার ভার্জিনিয়ার আইনজীবীরা মামলাটি করেন। এতে অভিযোগ করা হয়, ভার্জিনিয়ার নাবালিকা বয়সে তাকে লন্ডন, নিউইয়র্ক ও ক্যারিবীয় এলাকায় কয়েকবার প্রিন্স এ্যান্ড্রুর সঙ্গে যৌন সংসর্গে বাধ্য করা হয়েছিল।
×