ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন কোম্পানির বোনাস বিওতে প্রেরণ

প্রকাশিত: ০৩:৪৬, ৬ জানুয়ারি ২০১৫

তিন কোম্পানির বোনাস বিওতে প্রেরণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির সমাপ্ত অর্থবছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) এ্যাকাউন্টে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ৩টি হচ্ছে- আলহাজ্ব টেক্সটাইল, ইউনাইটেড এয়ারওয়েজ ও এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। জানা গেছে, আলহাজ্ব টেক্সটাইল ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ও ইউনাইটেড এয়ারওয়েজ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। উল্লেখ্য, আলোচিত দুই কোম্পানি সোমবার বিনিয়োগকারীদের বিও হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে। অপরদিকে প্রকৌশল খাতের এ্যাপোলো ইস্পাত সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এই কোম্পানি গত ১ জানুয়ারি বিনিয়োগকারীদের বিও হিসাবে লভ্যাংশের বোনাস শেয়ার পাঠিয়েছে। অলটেক্স ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। কোম্পানিটি শেষ হওয়া অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ায় ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে কোম্পানিটি ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। এর ফলে আজ মঙ্গলবার থেকে কোম্পানিটির কার্যক্রম ‘এ’ ক্যাটাগরিতে শুরু হবে।
×