ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিষয় : বাংলা

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:০১, ৪ জানুয়ারি ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

মো: জাবেদ হোসেন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। ........................................ ১ . কোনটিতে ‘উপ’ উপসর্গ ভিন্ন দ্যোতনায় প্রযুক্ত? অ. উপভাষা ই. উপকূল ঈ. উপদল উ. উপনদী ঊ. উপবিধি ২. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে বেগম রোকেয়া তাঁর একটি প্রবন্ধের নাম উল্লেখ করেছেন, সেটি হল: অ. অবরোধবাসিনী ই. স্ত্রীজাতির অবনতি ঈ. স্ত্রীজাতির উন্নতি উ. পদ্মরাগ ঊ. মতিচূর ৩. ‘তাহারেই পড়ে মনে’ সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় তার নাম: অ. কল্লোল ই. সওগাত ঈ. সবুজপত্র উ. মোহাম্মদী ঊ. মাহে-নও ৪. ‘জ্ঞানালোক’ কোন সমাস? অ. তৎপুরুষ ই. কর্মধারয় ঈ. নিত্য উ. প্রাদি ঊ. বহুব্রীহি ৫. ‘গগনে গরজে মেঘ, ঘন বরষা’-এর কারক বিভক্তি হবে: অ. করণে সপ্তমী ই. অধিকরণে সপ্তমী ঈ. অধিকরণে দ্বিতীয়া উ. অপাদানে দ্বিতীয়া ঊ. অধিকরণে শূন্য ৬. ‘পথে পথে অনশনে অন্তিম যন্ত্রণা রোগে ত্রাসে’Ñ উক্তিটি যে কবিতা হতে নেওয়া হয়েছে, তার নাম: অ. আঠারো বছর বয়স ই. বাংলাদেশ ঈ. তাহারেই পড়ে মনে উ. পাঞ্জেরি ঊ. একটি ফটোগ্রাফ ৭. ড়, ঢ়- বর্ণ দুটি: অ. উষ্মধ্বনি ই. অšতঃস্থ ধ্বনি ঈ. পার্শ্বিক ধ্বনি উ. কম্পনজাত ধ্বনি ঊ. তাড়নজাত ধ্বনি ৮. ‘আসল-নকল’ শব্দদ্বয়: অ. আরবি ই. ফরাসি ঈ. জাপানি উ. পর্তুগীজ ঊ. তৎসম ৯. ‘গ্রাম > গেরাম’-এ ধ্বনিগত পরিবর্তনের কোন প্রয়োগটি ব্যবহৃত হয়েছে? অ. অšতর্হতি ই. অভিশ্রুতি ঈ. সমীভবন উ. বিপ্রকর্ষ ঊ. বিষমীভবন ১০.একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে বলে: অ. মিশ্র ক্রিয়া ই. যৌগিক ক্রিয়া ঈ. প্রযোজক ক্রিয়া উ. সমধাতুজ ক্রিয়া ঊ. নামধাতুর ক্রিয়া ১১.‘পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত।’Ñ এ বাক্যটির ধরন: অ. সরল ই. সাধারণ ঈ. জটিল উ. যৌগিক ঊ. কোনটিই নয় ১২.“হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশু-পক্ষীর দিকে”Ñ উক্তিটির লেখক : অ. শওকত ওসমান ই. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঈ. কাজী নজরুল ইসলাম উ. রবীন্দ্রনাথ ঠাকুর ঊ. সৈয়দ ওয়ালীউল্লাহ ১৩.কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? অ. সংস্কৃত ই. পালি ঈ. প্রাকৃত উ. বঙ্গ কামরূপী ঊ. মাগধী ১৪. বিদেশী প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? অ. টেকসই ই. লাগামহীন ঈ. মেধাশূন্য উ. সমৃদ্ধশালী ঊ. বিত্তবান ১৫. ‘বাংলাদেশ’ কবিতাটির ¯তবকসংখ্যা: অ. চার ই. আট ঈ. দশ উ. বারো ঊ. চৌদ্দ ১৬. ব্যতিহারিক সর্বনামের উদাহরণ: অ. নিজে ই. নিজে নিজে ঈ. সব উ. যে ঊ. কিছু ১৭. ‘তরঙ্গিনী’ যদি নদী হয়, তবে ‘কাদম্বিনী’ হবে: অ. জল ই. জলধি ঈ. মেঘ উ. বৃষ্টি ঊ. দিঘি ১৮. জিবের ডগা আর উপর পাটি দাঁতের সংস্পর্শে: অ. ক, খ, গ, ঘ ই. চ, ছ, জ, ঝ ঈ. ট, ঠ, ড, ঢ উ. ত, থ, দ, ধ ঊ. প, ফ, ব, ভ ১৯. কবি নজরুল তাঁর কোন গ্রন্থটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন? অ. অগ্নিবীণা ই. সঞ্চিতা ঈ. ছায়ানট উ. চক্রবাক ঊ. সঞ্চয়িতা ২০. নির্ভুল শব্দগুচ্ছ অ. পৌরহিত্য নির্ঘৃণ, জেষ্ঠ্য ই. ঝঞ্ঝা, নিরীখ, দ্ব্যার্থ ঈ. দূর্বিষহ, সম্মন্ধ, জিগীষাউ. জ্যৈষ্ঠ, সাšত্বনা, দৌরাত্ম্য ঊ. অদ্ভুত, পুঞ্জিভূত, দ্রবীভূত ২১. ‘যাচ্ছেতাই’  বাগধারাটির অর্থ : অ. নিকৃষ্ট ই. অদৃশ্য ঈ. বিশৃঙ্খল উ. ইচ্ছাধীন ঊ. কর্কশ ২২. কোনটি যোগরূঢ় শব্দ নয়? অ. রেশম ই. রাজপুত ঈ. জলধি উ. পঙ্কজ ঊ. মহাযাত্রা ২৩. ‘মূঢ়তা’ শব্দের অর্থ কী? অ. দৃঢ়তা ই. অনভিজ্ঞতা ঈ. কাঠিন্য উ. পাগলামি ঊ. বর্বরতা
×