ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে রূপালী ব্যাংক জয়ী

প্রকাশিত: ০৫:৫০, ৪ জানুয়ারি ২০১৫

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে রূপালী ব্যাংক জয়ী

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ গুলশান ইয়ুথ ক্লাবকে ৪৩ রানে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছে। সম্প্রতি ফতুল্লাহ আউটার স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন, মহাব্যবস্থাপক দেবাশীষ চক্রবর্তী, উপ-মহাব্যবস্থাপক খালেদ হোসেন মল্লিক, সহকারী মহাব্যবস্থাপক মনোরঞ্জন দাস, অসীম কুমার সিকদার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় হকি দলের ক্যাম্প শুরু স্পোর্টস রিপোর্টার ॥ ‘প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী হলেও আমি আমার দল নিয়ে তৃতীয় পর্বের আশা করছি।’ কথাগুলো মামুনুর রশিদের, বাংলাদেশ জাতীয় হকি দলের সহকারী কোচ। বিশ্ব হকি লীগের দ্বিতীয় রাউন্ডের জন্য বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্প ২৭ নবেম্বর থেকে ঢাকায় শুরু হলেও মালয়েশিয়ান কোচ গোবিনাথানের কৃষ্ণমূর্তির অধীনে ৩ নবেম্বর থেকে সাভারের বিকেএসপিতে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। দুই বেলা চলছে কঠোর অনুশীলন। এছাড়া একদিন পর পর শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য জিমনেশিয়ামেও নিয়ে যাওয়া হচ্ছে খেলোয়াড়দের। আধুনিক অনুশীলনের অংশ হিসেবে যোগ করা হয়েছে ভিডিও ক্লাস। যার মাধ্যমে প্রতিপক্ষ দল ছাড়াও নিজেদেও ভুলত্রুটি শোধরানো নিয়ে কাজ করা হচ্ছে। এর মধ্যে বিকেএসপি দলের সঙ্গে বেশকটি প্রস্তুতি ম্যাচও খেলেছে জাতীয় হকি দল। সেখানে তাদের রেজাল্টও বেশ আশাব্যঞ্জক।
×