ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লিভারপুল ছাড়ায় জেরার্ড ভক্তরা হতাশ

প্রকাশিত: ০৫:৪৭, ৪ জানুয়ারি ২০১৫

লিভারপুল ছাড়ায় জেরার্ড ভক্তরা হতাশ

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক স্টিভেন জেরার্ড। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা দেন ইংলিশ ফুটবলের অন্যতম সেরা এই তারকা। জেরার্ডের বিদায়ের ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন তার ভক্তÑঅনুরাগীরা। এ বিষয়ে এ্যালান পি নামের ৫২ বছর বয়সী এক ইলেক্ট্রিসিয়ান এবং লিভারপুলের ভক্ত বলেন, ‘সে গ্রেট একটি ক্লাবের একজন গ্রেট খেলোয়াড়। তিনি যেখানেই খেলুন না কেন তার জন্য আমাদের শুভ কামনা রইল।’ জেরার্ডের স্ত্রী বন্নি বলেন, ‘লিভারপুলে দীর্ঘসময় কাটিয়েছে সে। যদি তার এই সিদ্ধান্ত ভাল হয় অবশ্যই আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’ স্কট মোস নামের এক ভক্ত বলেন, ‘ক্লাব ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারো না স্টিভ। আমার বয়স যখন মাত্র তিন বছর তখন থেকেই তোমাকে ভালবাসি। তোমাকে কখনই একা হাঁটতে দেব না।’ ক্লাব সতীর্থ রিকি ল্যাম্বার্ট তো জেরার্ডকে মিস্টার লিভারপুল হিসেবেই আখ্যায়িত করলেন, ‘স্টিভ সে একান্তই নিজের। কিন্তু সে মিস্টার লিভারপুল। সে লিভারপুলের ভক্তদের এত এত দারুণ উপভোগ্য রাত উপহার দিয়েছে যে-অবিশ্বাস্য, আমি তা কখনই ভুলতে পারব না।’ জেরার্ডের ক্যারিয়ারের পুরোটা জুড়েই লিভারপুল। লিভারপুলের কিংবদন্তি তিনি। ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা ফুটবলারও। কত স্মৃতি এই ক্লাবের হয়ে। লিভারপুল ছেড়ে যাচ্ছেন স্টিভেন জেরার্ড। অনেকের কাছেই তা অবিশ্বাস্য মনে হচ্ছে। তবে এত দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘোষণাটা এখনই দিলাম, যাতে করে কোচ ও দল আমার ভবিষ্যতের ঘটনাবলি নিয়ে বিভ্রান্ত না হয়।’ ক্লাব ছাড়লেও কোনদিন লিভারপুলের বিপক্ষে খেলবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে তার অভিমত হলো, ‘লিভারপুল ফুটবল ক্লাব আমাদের অস্তিত্বের অনেকটা জুড়ে রয়েছে। ফলে, বিদায় বলাটা খুব কঠিন। তবে আমার মনে হয়, আমার পরিবার ও ক্লাবের বৃহত্তর স্বার্থেই এ সিদ্ধান্ত। আমি খেলে যাব। যদিও নিশ্চিত করতে পারছি না, কোথায় খেলব। যে কোন খানেই সেটা হতে পারে। তবে, আমি কোন প্রতিযোগিতামূলক ক্লাবের পক্ষে খেলব না। লিভারপুলের বিপক্ষেও কখনই খেলব না। বিপক্ষে খেলার চিন্তাও করতে পারি না। তবে স্টিভেন জেরার্ডকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে লা লিগার দল রিয়াল সোসিয়েদাদ। মূলত ক্লাবটির কোচ ডেভিড মোয়েসই এমন আগ্রহের কথা জানিয়েছেন।
×