ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডাচ্ কোচ ডি ক্রুইফের জন্য অপেক্ষা

প্রকাশিত: ০৫:৪৬, ৪ জানুয়ারি ২০১৫

ডাচ্ কোচ ডি ক্রুইফের জন্য অপেক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশসহ মোট ছয়টি দেশ। পাঁচটি দেশ চূড়ান্ত হলেও ষষ্ঠ দল (পঞ্চম বিদেশী দল) এখনও নির্ধারণ করা যায়নি। তেমনি কদিন ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছে শুধু এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন বিদেশী কেউ। তবে সেটা কে হবেনÑ এটা এখনও পরিষ্কার করেনি বাফুফে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, ফিরিয়ে আনা হতে পারে সাবেক ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফকেই। যদি তাই হয়, তাহলে ক্রুইফ ঢাকায় পা রাখবেন রবিবার ভোরে। বাফুফে নয়, ক্রুইফ নিজেই গত কয়েকদিন ধরে বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন এবং বাফুফের সহ-সভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির সদস্য তাবিথ আওয়ালের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের পদে আবারও ফেরার প্রস্তাব দিচ্ছিলেন। তবে সেটা শুধু জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের জন্য। এমনও শোনা গেছে ক্রুইফ আগে যত পারিশ্রমিক পেতেন, এবার তার অর্ধেক পারিশ্রমিকেই কাজ করবেন। ক্রুইফ যদি এসেই পড়েন, তাহলে বাফুফে তার সঙ্গে আলোচনায় বসে বিভিন্ন নীতি ও শর্তাবলির ভিত্তিতে সবকিছু চূড়ান্ত করবে। উল্লেখ্য, সিনসিয়ারিটির অভাব, ব্ল্যাকমেইলিংয়ের প্রবণতা, চুক্তির বাইরে চলে যাওয়া, মিডিয়ার কাছে অনবরত নেগেটিভ কথা বলা, ৪৮০ কার্যদিবসের মধ্যে ২২৪ দিনই নানা অজুহাতে হল্যান্ডে গিয়ে ছুটি কাটানো ... ইত্যাদি অভিযোগ তুলে গত অক্টোবরে বাফুফে প্রথমে ক্রুইফকে বরখাস্ত করার ঘোষণা দেয়। ক্রুইফ সে সময় নিজ দেশে ছুটিতে ছিলেন। পরে তিনি বাংলাদেশে ফিরলে কৌশলগত কারণে সে অবস্থান থেকে সরে এসে উল্লিখিত অভিযোগ নিয়ে শো-কজ করে এই ডাচ্ কোচকে। ক্রুইফ কারণ দর্শাও নোটিসের জবাব দিয়ে বাফুফের কাছে তাঁর বকেয়া কয়েক মাসের বেতন ফেরত চান।
×