ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:৩০, ৪ জানুয়ারি ২০১৫

ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাঙালীর স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। ৬৭ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৬৭তম বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। শনিবার রাত ১২টা এক মিনিটে (প্রথম প্রহরে) কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে ছাত্রলীগ তাদের কর্মসূচী পালন শুরু করে। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ রবিবার ভোর ছয়টায় দলীয় কার্যালয়ে সংগঠনের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এছাড়া ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী অন্যান্য কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
×