ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৪

প্রকাশিত: ০৪:২৪, ৪ জানুয়ারি ২০১৫

চট্টগ্রামে এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৪

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গেল বছরে জেলা ও মহানগরীতে সংঘটিত ৪৯৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০৪ ও আহত হয়েছেন ২ হাজার ১৪৬ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু-, মীরসরাই এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও পটিয়া অংশে সর্বোচ্চসংখ্যক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বাংলাদেশ জাতীয় যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল প্রদত্ত হিসেব অনুযায়ী এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, গত জানুয়ারি মাসে ৩৪, ফেব্রুয়ারিতে ১৩, মার্চে ১৯, এপ্রিলে ৪১, মে মাসে ৩৯, জুনে ৩১, জুলাইতে ৪৫, আগস্টে ৫৮, সেপ্টেম্বরে ৫২, অক্টোবরে ৫৪, নবেম্বরে ৪২ ও ডিসেম্বরে ৩৬ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। বরিশালে নারী শিক্ষার অগ্রসৈনিক হোসনেয়ারার বিদায় সংবর্ধনা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অজপাড়াগাঁয়ে নারী শিক্ষার অগ্রসৈনিক জেলার গৌরনদী উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী কালনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগমের অবসরগ্রহণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শনিবার বিকেলে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাসুম মল্লিক খোকনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সাবেক চেয়ারম্যান জিএম হারুন মৃধা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাদিয়া আফরোজ। বক্তব্য রাখেন বিদায় অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক একেএম খসরু শাহীন, শিক্ষক আহছান হাবিব, একেএম সফিকুল ইসলাম। শেষে কালনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সঙ্গে ৩৮ বছর দায়িত্ব পালন করা সহকারী শিক্ষিকা হোসনেয়ারা বেগমকে সংবর্ধনা দেয়া হয়।
×