ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সাফল্য

প্রকাশিত: ০৪:২০, ৪ জানুয়ারি ২০১৫

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সাফল্য

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ২০১৪ সালে ১৭৫ কোটি টাকা করপূর্ব নিট মুনাফা অর্জন করেছে, যা ২০১৩ সালে ছিল ১৩১ কোটি টাকা । বাংলাদেশ শিল্পব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্পঋণ সংস্থা (বিএসআরএস) প্রতিষ্ঠান দুটি একীভূত হয়ে ২০১০ সাল থেকে বিডিবিএল নামে ১০০% রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হিসেবে বিশেষায়িত এবং বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। বিডিবিএল ব্যাংকিং কার্যক্রম শুরুর প্রাক্কালে ১৭টি শাখা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ব্যাংকের শাখা ৩১টিতে উন্নীত হয়েছে। ইধংবষ-ওও অনুক্রমে ২০১৪ সালে আবশ্যিক মূলধন ৫১২ কোটি টাকার বিপরীতে প্রায় ১২৯৭ কোটি টাকা মূলধন সংরক্ষণ করা হয়েছে, যা প্রয়োজনীয় মূলধনের তুলনায় ৭৮৫ কোটি টাকা বেশি। বর্তমানে বিডিবিএলের কোন প্রকার প্রভিশন ঘাটতি নেই। ব্যাংকিং কার্যক্রম শুরুর প্রাক্কালে বিডিবিএলের আমানতের পরিমাণ ছিল ১৪২ কোটি টাকা যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ২০১৪ সালে ২০০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। একইভাবে ঋণ ও অগ্রিম বিতরণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। বিগত ৪ বছরে সরকারী পাওনা বাবদ ৩৬৫ কোটি টাকার বিপরীতে ইতোমধ্যে মোট ৩৩০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। সরকারী কোষাগারে ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৯৭ কোটি টাকা কর পরিশোধ করা হয়েছে। -বিজ্ঞপ্তি এসেনসিয়াল ড্রাগসের বার্ষিক সাধারণ সভা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং ১০০% শেয়ার সরকারী মালিকানায় এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের ২০১৩-১৪ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা মোহাম্মদ নাসিম, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও চেয়ারম্যান, এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড পরিচালনা পর্ষদের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, পর্ষদ সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও ইডিসিএলের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত বছরে কোম্পানি ৪০০ কোটি টাকা বিক্রয় এবং ৫৮ কোটি টাকা করপূর্ব মুনাফা অর্জন করেছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য পরিশোধিত মূলধনের ওপর ১০% নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন করা হয়। -বিজ্ঞপ্তি
×