ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজিবির অভিযানে ১১ মাসে ৭৯০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য আটক

প্রকাশিত: ০৫:৩০, ৩ জানুয়ারি ২০১৫

বিজিবির অভিযানে ১১ মাসে ৭৯০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ১১ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৭৯০ কোটি ৩৭ লাখ ৮৪ হাজার আট শ’ চুরানব্বই টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। এর মধ্যে অন্তর্মুখী চোরাচালানের আর্থিক মূল্য ৭৩৫ কোটি ৬ লাখ ৩৮ হাজার দুইশত পঁয়ত্রিশ টাকা এবং বহির্মুখী চোরাচালানের আর্থিক মূল্য ৫৫ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ছয় শ’ ঊনষাট টাকা। গত ১১ মাসে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। এর মধ্যে ২৩,২৯,১৭২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪,০৮,৫১৩ বোতল ফেনসিডিল, ২,২৩,১৭৩ বোতল বিদেশী মদ, ৭,৬৬৬ লিটার স্থানীয় মদ, ৪০,৯৬০ বোতল বিয়ার, ৫,৯৭৭ কেজি গাঁজা, ১৩ কেজি ৬২৮ গ্রাম হেরোইন, ১,১৪,৫৫২টি নেশাজাতীয় ইনজেকশন, ২৬,১৫,৩৫২টি উত্তেজক ট্যাবলেট এবং ৫,০৮,০৬২টি বিভিন্ন প্রকারের ট্যাবলেট আটক করা হয়। গত ১১ মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮৩টি পিস্তল, ১০টি রিভলভার, ৫৬টি বিভিন্ন প্রকারের বন্দুক, ২৬টি বিভিন্ন প্রকার বিস্ফোরক বোম, ৪৬১ রাউন্ড বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্রের গুলি, ৮০টি ম্যাগাজিন এবং ৩ বোতল গান পাউডার। গত ১১ মাসে বিজিবির অভিযানে চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ১,৬৪২ জনকে আটক করে নিকটস্থ থানায় সোপর্দ এবং ২৯,৯৫০টি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে। Ñবিজ্ঞপ্তি
×