ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মঙ্গল গ্রহে লেটুসপাতা

প্রকাশিত: ০৫:১২, ৩ জানুয়ারি ২০১৫

মঙ্গল গ্রহে লেটুসপাতা

বার্গারের মধ্যে দেয়া লেটুসপাতা খেতে ভারি মজা। সালাদের সঙ্গে খেতেও বেশ। সারা বিশ্বেই লেটুসপাতা অতি দরকারি সালাদ সবজি হিসেবে জনপ্রিয়। এই লেটুসপাতাই বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে চাষ করার পরিকল্পনা করেছেন। লাল এই গ্রহটিতে ভবিষ্যতে কী কী চাষাবাস করা হবে সেই তালিকায় ব্রিটেনের ইউনিভার্সিটি অব সাউথাম্পটনের একদল বিজ্ঞানী সর্বাগ্রে লেটুসপাতা চাষাবাদের চিন্তাভাবনা করছেন। এই পাতাই হবে মঙ্গলে প্রথম প্রাণ। সবজির এই পদটি চাষাবাদের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা ও সূর্যালোকের জন্য গ্রীন হাউস প্রকল্পে ব্যবহারেরও পরিকল্পনা নেয়ার কথা তারা বলছেন। লেটুসের বীজ, পানি, পুষ্টি, তাপমাত্রা ইত্যাদি এই পৃথিবীর মতোই রাখার ব্যবস্থা করা হবে। যেমন, তাপমাত্রা ২১ ডিগ্রী সেলসিয়াস থেকে ২৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখার ব্যবস্থা করা হবে। উদ্ভিদ চাষের জন্য প্রয়োজনীয় কার্বন ডাই-অক্সাইডের ব্যবস্থা করা হবে। এবং চাষাবাদের পুরো প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হবে যান্ত্রিক উপায়ে। কেন লেটুসপাতা চাষাবাদের পরিকল্পনা গ্রহণ করেছেন বিৃটেনের বিজ্ঞানীরা এমন প্রশ্নের জবাবে বিজ্ঞানী দলের নেতা সুজানা লুকারোট্টি বলেন, ‘‘অন্যান্য গ্রহে টিকে থাকার জন্য আমাদের খাদ্যশস্য চাষাবাদ করা প্রয়োজন। কেউ এ বিষয়টি নিয়ে চিন্তা না করলেও আমরাই প্রথম এই বিষয়ে চিন্তা করছি।” এই পরিকল্পনাটির নাম দেয়া হয়েছে ‘লেটুস অন মারস’। টেলিগ্রাফ অবলম্বনে আরিফুর সবুজ
×