ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিফা ব্যালন ডি’অর- মেসিই একমাত্র যোগ্য!

প্রকাশিত: ০৪:৫৮, ৩ জানুয়ারি ২০১৫

ফিফা ব্যালন ডি’অর- মেসিই একমাত্র যোগ্য!

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার ফুটবলাররা যেন কিছুতেই মানতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শ্রেষ্ঠত্ব! একের পর এক ফুটবলার সি আর সেভেনের বিরুদ্ধে কথা বলছেন। শুধু তাই নয়, আসন্ন ফিফা ব্যালন ডি’অরে তাদের প্রিয় সতীর্থ লিওনেল মেসিই যোগ্য বলে মনে করছেন। এই পালে এবার যোগ দিয়েছেন বার্সিলোনার আন্দ্রেস ইনিয়েস্তা ও ইভান রাকিটিচ। ইনিয়েস্তা তো বলেই দিয়েছেন, ব্যালন ডি’অরের একমাত্র যোগ্য মেসি। বুধবার সাক্ষাতকারে ইনিয়েস্তা বলেন, লিওনেল মেসি বিশ্বের সেরা ফুটবলার। এবারের ব্যালন ডি’অর মেসির হাতে উঠাই স্বাভাবিক। তার বিকল্প কেউ নেই। আগামী ১২ জানুয়ারি জুরিখে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেসি, রোনাল্ডো ও নিউয়ের। মেসি এর আগেও টানা চারবার বিশ্বসেরা ফুটবলারের খেতাব ফিফা ব্যালন ডি’অর জিতেছেন। গতবার রোনাল্ডোর কাছে হেরে তাঁর একতরফা আধিপত্যের অবসান ঘটে। এবারও তৃতীয়বার সেরা হওয়ার পথে এগিয়ে আছেন রোনাল্ডো। ইনিয়েস্তা বলেন, আমার মতে এবারের ব্যালন ডি’অর মেসির হাতেই উঠবে। অনেকেই বলছেন রোনাল্ডোই পরিষ্কার ফেবারিট। কিন্তু আমি তাদের সঙ্গে একমত নই। আমি মেসির বিকল্প কাউকে দেখছি না। আশা করছি, মেসি পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার পেতে যাচ্ছে। স্পেনের তারকা এই মিডফিল্ডার আরও বলেন, ‘ব্যালন ডি‘অর শিরোপা জয়ের ভিত্তিতে দেয়া হয় না। এটি মানুষের ভোটের ভিত্তিতেই দেয়া হয়। সবাই সেরা ফুটবলারকেই ভোট দেয়। আমি মনে করি, মেসিই বর্তমান ও সর্বকালের সেরা ফুটবলার। বর্তমানে তার সঙ্গে কারও তুলনা চলে না। বার্সার আরেক মিডফিল্ডার ইভান রাকিটিচও মেসিকে এগিয়ে রাখছেন। তিনি বলেছেন রোনাল্ডো গ্রেট ফুটবলার হলেও মেসি অসাধারণ, অতুলনীয়। সর্বশেষ দুই বছর প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির যোগফল ঠিকমতো মেলাতে পারেননি মেসি। এমনই মনে করেন ফুটবল পণ্ডিতরা।
×