ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অমৃতা খানের অভিষেক

প্রকাশিত: ০৪:৫২, ৩ জানুয়ারি ২০১৫

অমৃতা খানের অভিষেক

স্টাফ রিপোর্টার ॥ অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে শুক্রবার বড় পর্র্দায় অভিষেক ঘটল চিত্রনায়িকা অমৃতা খানের। রয়েল অনিক পরিচালিত ‘গেইম’ চলচ্চিত্রের মাধ্যম বড়পর্দায় অভিষেক হলো তাঁর। গতকাল ঢাকাসহ সারাদেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে অমৃতা খান অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গেইম’। এর আগে গত বছর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা থাকলেও ব্যবসায়িক লাভ-ক্ষতির কথা চিন্তা করে অবশেষে চলচ্চিত্রটি গতকাল বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে মুক্তি পায়। প্রথম চলচ্চিত্র প্রসঙ্গে অমৃতা খান বলেন, ২০১৫ সাল আমার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে এমনটাই আশা করছি আমি। বছরের প্রথম চলচ্চিত্র আমার অভিনীত চলচ্চিত্র, বিষয়টা আমার নিজের ভেতর অনেক ভাললাগার জন্ম দিয়েছে। সবার সহযোগিতায় দর্শকের ভালবাসা নিয়ে চলচ্চিত্রে নিজেকে একজন গুণী অভিনেত্রী ও একজন চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আশা করি চলচ্চিত্র পরিবার আমার পাশে থাকবেন। ‘গেইম’ চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া শৌখিন। অমৃতা খান এই মুহূর্তে আরও যে চলচ্চিত্রগুলোতে কাজ করছেন সেগুলো হচ্ছেÑ ইস্পাহানী আরিফ জাহানের ‘গু-া দ্য টেরোরিস্ট’, ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’, রাজু আহম্মেদের ‘অসম প্রেম’। এছাড়া নতুন বছরের শুরুতেই মারুফ খান রিজভীর পরিচালনায় ‘মিশন আফ্রিকা’ নামের আরেকটি চলচ্চিত্রে কাজ করার কথা রয়েছে। ২০০২ সালে একটি বিজ্ঞাপনচিত্রে আফজাল হোসেনের নির্দেশনায় কাজ করে মিডিয়াতে অমৃতা খানের অভিষেক ঘটে। প্রয়াত বরেণ্য অভিনেতা খালেদ খানের ভাতিজি অমৃতা খান এরপর আরও বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। তাঁর প্রিয় অভিনেত্রী ববিতা ও মৌসুমী। প্রিয় অভিনেতা শাকিব খান। অমৃতা খান নিজেকে দেশীয় চলচ্চিত্রের একজন অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করতে চান। এ কারণে সাধ্যমতো পরিশ্রম করতে আগ্রহী তিনি। নতুন বছরে এমনই প্রত্যয় ব্যক্ত করেছেন অমৃতা খান।
×