ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতে গাড়ির দাম বাড়ছে

প্রকাশিত: ০৪:৪৬, ৩ জানুয়ারি ২০১৫

ভারতে গাড়ির দাম বাড়ছে

কর অব্যাহতির সুযোগ না বাড়ানোয় ভারতে নতুন বছরে গাড়ি, মোটরসাইকেল এবং বেশকিছু ভোগ্যপণ্যের দাম বাড়বে। এর আগে ভারতের অর্থ মন্ত্রণালয় স্থানীয় সংবাদ মাধ্যমকে চলতি ২০১৫ সালের জানুয়ারিতেই কর ছাড়ের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছিল। ফলে ভারতে যে বিলাসবহুল গাড়ি গত বছরও ৫০ লাখ রুপীতে কিনতে পাওয়া গেছে তার দাম নতুন বছরে আরও দুই লাখ রুপী বেড়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, অর্থ সঙ্কটে থাকা ভারত সরকার কর আরোপের মাধ্যমে অর্থায়নে গতি আনতে চাচ্ছে। বিক্রি চাঙ্গা করতে গত বছরের ফেব্রুয়ারিতে সাবেক কংগ্রেস সরকার এই মোটরযান খাতে কর অবকাশের ঘোষণা দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর সে সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয়। ‘এই সুবিধা ছিল সাময়িক। আমরা এটি বাড়াচ্ছি না,’ টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ভারত সরকারের কর্মকর্তারা বলছেন, মোটরযান খাতের বিক্রি গত কয়েকমাসে বেড়েছে। আর ‘কোন খাতকে সরকার চিরদিনের মতো সুবিধা দিয়ে যেতে পারে না।’ গত কয়েকমাসে কর ছাড়ের সুবিধা নিয়ে ভারতে বড় আকারের মোটরযান বিক্রির পরিমাণ তার আগের বছরের তুলনায় ২০ থেকে ২৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো মনে করছে, তারা নতুন বছরের শুরুতে গাড়ি বিক্রির পরিমাণ কম হলেও শেষের দিকে এটি আবার বাড়বে। ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকির চেয়ারম্যান আর সি ভার্গাভা বলেন, ‘যেহেতু শুল্ক সুবিধা তুলে নেয়া হয়েছে, গাড়ির দাম বাড়বে।’ ‘এটি সাময়িকভাবে বিক্রি কমিয়ে দিলেও আমি মনে করি না যে দীর্ঘমেয়াদে এর কোন প্রভাব থাকবে।’ সূত্র : ওয়েবসাইট
×