ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিদ্দিকুর চ্যাম্পিয়ন ॥ জেমকন গলফ চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ০৫:৪৭, ২ জানুয়ারি ২০১৫

সিদ্দিকুর চ্যাম্পিয়ন ॥ জেমকন গলফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রফেশনাল গলফার্স এ্যাসোসিয়েশন (বিপিজিএ) আয়োজিত চার দিনব্যাপী ‘জেমকন প্লেয়ার্স গলফ চ্যাম্পিয়নশিপ বৃহস্পতিবার ঢাকা সেনানীবাসস্থ কুর্মিটোলা গলফ কোর্সে শেষ হয়েছে। বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। দশ লাখ টাকা প্রাইজমানির এ টুর্নামেন্টে বাংলাদেশের কৃতি প্রফেশনাল গলফার মোঃ সিদ্দিকুর রহমান চ্যাম্পিয়ন এবং উদীয়মান পেশাদার গলফার মোঃ জাকিরুজ্জামান (জাকির) রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। পৃষ্ঠপোষকতা প্রদানকারী প্রতিষ্ঠান ‘জেমকন গ্রুপে ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, এমপি, বিপিজিএ’র প্রেসিডেন্ট আরশি হায়দার, ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আখতার (অব), জেনারেল সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব), বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ, ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি কর্নেল সরদার হাসান কবির (অব)। বাবার লালগোলাপ শুভেচ্ছা এমিলিকে স্পোর্টস রিপোর্টার ॥ একজন বাবা কখন বেশি গর্ববোধ করেন? যখন তাঁর সন্তানের পরিচয়ে তিনি পরিচিত হন। ইদ্রিস আলী তেমনই একজন। তাঁর ছেলে জাহিদ হাসান এমিলি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম সেরা ফরোয়ার্ড। তার আগে বাফুফে ভবনে ফুটবলারদের রিপোর্ট করতে হয়। রিপোর্ট করা শেষে তারা যখন বিকেএসপির উদ্দেশে গাড়িতে উঠবেন, তখন দেখা গেল এমিলির বাবা ইদ্রিস আলী, একটি লাল গোলাপ দিয়ে ছেলে এমিলিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
×