ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০৫:৩২, ২ জানুয়ারি ২০১৫

পাবনায় আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১ জানুয়ারি ॥ জেলার বেড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি থেকে আওয়ামী লীগের পোস্টার ও ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে যুবদলের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী ধাওয়া পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে যুবদল ও বিএনপির চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র‌্যালি থেকে বেড়া বাজারে ঝোলানো আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন ছিঁড়তে নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। একপর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষই ইটপাটকেল নিক্ষপ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম ও পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনকে আটক করে। এ ব্যাপারে বেড়া থানায় মামলা হয়েছে।
×