ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ নিহত এক, আহত ৪

প্রকাশিত: ০৪:২৬, ২ জানুয়ারি ২০১৫

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ নিহত এক, আহত ৪

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পার্বতীপুর উপজেলায় বসতভিটার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নূরুল ইসলাম (৬৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় উপজেলার হরিরামপুর ইউপির খাগড়াবন পশ্চিমপাড়া গ্রামে বসতভিটের জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর সঙ্গে মৃত হেছাব উদ্দিনের পুত্র নূরুল ইসলামের পরিবারের সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যায় নূরুল ইসলাম। এ ঘটনায় আহত হয় আসাদুল (৪০), নাজমা বেগম (৩৫) মুকুল হোসেন (৩৪) ও আফিলা খাতুন (৫৫)। ঘটনার পর আসামিরা পলাতক রয়েছে। জামালপুর প্রেসক্লাব জলিল সভাপতি সুলতান সম্পাদক নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১ জানুয়ারি ॥ জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে ২০১৫ মেয়াদে আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এমএ জলিল সভাপতি ও বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি এম সুলতান আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জেলা প্রেসক্লাবের সাধারণসভা ও নির্বাচন শেষে বুধবার নির্বাচন কমিশনার উৎপল কান্তি ধর কমিটি ঘোষণা করেন। অন্য পদে নির্বাচিতরা হলেন আনোয়ার হোসেন মিন্টু, কামাল হোসেন ও মুকুল রানা, শুভ্র মেহেদী, মুস্তাফিজুর রহমান কাজল, আলী আকবর, শরিফুল ইসলাম ঝোকন, আব্দুল আজিজ, যথাক্রমে শফিক জামান, মোস্তফা বাবুল, বজলুর রহমান, আজিজুর রহমান ডল, মুখলেছুর রহমান লিখন, এ্যাডভোকেট ইউসুফ আলী ও ফজলে এলাহী মাকাম। নেত্রকোনায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদ- নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১ জানুয়ারি ॥ স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শফিকুল হক মুরাদ (১৭) নামে এক কলেজছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মুরাদের বাড়ি মদন পৌর সদরের জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া গ্রামে। বৃহস্পতিবার মদন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খুরশীদ শাহরিয়ার তাকে এই দ- দেন। জানা গেছে, মদনের হাজী আব্দুল আজিজ সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শফিকুল হক মুরাদ স্থানীয় টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার স্কুলে গিয়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে ছাত্রী তা প্রধানশিক্ষক আনোয়ারা জেবুন্নাহারকে জানায়।
×