ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বছরের ৪ সেরা অর্জন

প্রকাশিত: ০৫:৩৯, ১ জানুয়ারি ২০১৫

বছরের ৪ সেরা অর্জন

সমুদ্র হক ॥ এ বছরের চার সেরা অর্জন, যা দেশকে দ্রুতই এগিয়ে নিচ্ছে। এই চার অর্জনের প্রধানটিই কৃষি। কয়েক ধরনের ধান সবজিসহ আশাব্যঞ্জক ফসল ফলছে। সবজি রফতানি শুরু হয়েছে অনেক আগেই। এবার চাল রফতানি শুরু হয়েছে। উত্তরের চার জেলার ৫০ হাজার টন চাল রফতানি হচ্ছে শ্রীলঙ্কায়। জেলাগুলো দিনাজপুর, বগুড়া, নওগাঁ ও রংপুর। উধাও উত্তরাঞ্চলে সেই মঙ্গা (তীব্র অভাব) টেলিস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না। ইতোমধ্যেই উত্তরাঞ্চল থেকে রফতানির চাল চট্টগ্রাম বন্দরে রওনা হয়েছে। দুই. গার্মেন্টস। নারী শ্রমিক গার্মেন্ট, শিল্পকে টিকিয়ে রেখেছে, যা থেকে আসছে বৈদেশিক মুদ্রা। তিন. রেমিটেন্স। বিদেশ বিভূঁইয়ে গিয়ে আমাদের কৃষকের ছেলেমেয়েরা কষ্ট সহ্য করে গতর খেটে উপার্জিত টাকা পাঠাচ্ছে। মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে গিয়ে বাঙালীরা বড় আস্থা অর্জন করে নিয়েছে। বাড়িয়েছে দেশের সম্মান। বাংলাদেশ ব্যাংকের এক তথ্যে দেশে বৈদেশিক মুদ্রার ভা-ার বর্তমানে প্রায় তিনশ’ বিলিয়ন ডলার। দিনে দিনে যা বাড়ছে। চার. ডিজিটাল। তথ্যপ্রযুক্তির সুপার হাইওয়ে ধরে আমাদের নতুন প্রজন্ম কত যে গ্রহ থেকে গ্রহান্তরে যাচ্ছে তার হিসেব নেই। বিশ্ব এখন আক্ষরিক অর্থেই হাতের মুঠোয়। ডেস্কটপ, ল্যাপটপ নোট বুক নেটবুক ছাড়িয়ে ট্যাব ও স্মার্টফোনে বিশ্বকে পকেটে নিয়ে ঘোরে তারা। এভাবে শিক্ষা ক্ষেত্রে মেধাবীরা এগিয়ে যাচ্ছে এবং মেধাবীদের সংখ্যা বাড়ছে। এই প্রজন্ম আগামী দিনে দেশকে উচ্চ শিখরে পৌঁছে দেবে। ২০১৪ সেই পথ দেখিয়ে আগামীর পথে এগোচ্ছে।
×