ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেনসিডিল মদ উদ্ধার ॥ পুলিশসহ আটক ছয় দুইজনের জরিমানা

প্রকাশিত: ০৩:৩৯, ১ জানুয়ারি ২০১৫

ফেনসিডিল মদ উদ্ধার ॥ পুলিশসহ আটক ছয় দুইজনের জরিমানা

জনকণ্ঠ ডেস্ক ॥ বাগেরহাটে ফেনসিডিল ও মদ উদ্ধার হয়েছে। এছাড়া কুড়িগ্রামে ফেনসিডিলসহ এক পুলিশ কনস্টেবল গ্রেফতার হয়েছে। দামুড়হুদায় মদ ও ফেনসিডিলসহ দুই বিক্রেতা আটক ও নবীনগরে দুই মাদক বিক্রেতার জরিমানা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও সংবাদদাতাদের পাঠানোÑ বাগেরহাট ॥ র‌্যাব-৬ এর একটি দল ৫৯৯ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। বুধবার দুপুরে সদর উপজেলার নোনাডাঙ্গা এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। কুড়িগ্রাম ॥ পুলিশ ১০ বোতল ফেনসিডিলসহ মামুন চৌধুরী নামে পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে। মামুন চৌধুরী রংপুর পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত ছিল। সে ছুটি ছাড়াই কুড়িগ্রামে এসে ব্যাগে করে ১০ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। কুড়িগ্রাম শহরের মিতালি সিনেমা হলের পাশে মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ তল্লাশি করে ফেনসিডিলসহ তাকে আটক করে। নারায়ণগঞ্জ ॥ ৫শ’ বোতল ফেনসিডিলসহ পারভেজ নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে শহরের মাসদাইর গুদারাঘাট হুমায়ুন কবিরের বাড়ির চারতলার ফ্ল্যাটের একটি কক্ষে অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ম-ল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের মাসদাইর হুমায়ন কবিরের বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া পারভেজ মিয়ার ফ্ল্যাটে অভিযান চালায়। দামুড়হুদা ॥ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ১২ বোতল মদ ও চার হাজার পিস টিভি ফিল্ম রেজিস্টারসহ রায়হান আলী (২৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ । মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা শান্তিপাড়া থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ রায়হান আলী (২৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। নবীনগর ॥ পুলিশ মঙ্গলবার রাতে দুই মাদক বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়ালী উল হাসান বুধবার দুপুরে দুজনকে ১ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। তারা হলেন লোকেশ চন্দ্র পাল (৬৫), শাহপরান(৪৩)।
×