ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দর সচিবের দায়িত্ব নিলেন ওমর ফারুক

প্রকাশিত: ০৩:৩৯, ১ জানুয়ারি ২০১৫

চট্টগ্রাম বন্দর সচিবের দায়িত্ব নিলেন ওমর ফারুক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব পদে যোগদান করেছেন মোঃ ওমর ফারুক। তিনি বন্দরেরই চীফ পার্সোনেল অফিসার পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার তিনি সচিবের দাযিত্বভার গ্রহণ করেন। এছাড়া বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) পদে যোগ দেবেন বাংলাদেশ চা বোর্ডের মেম্বার মোঃ সিদ্দিক। বন্দর কর্তৃপক্ষের প্রশাসন দফতর থেকে এ তথ্য জানানো হয়। বন্দর সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা ও বন্দরের পরিচালক (প্রশাসন) দফতর থেকে গত ২৮ ডিসেম্বর এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়। না’গঞ্জে আদর্শ স্কুলে অতিরিক্ত ভর্তি ফির প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর মাসদাইরে অবস্থিত আদর্শ স্কুলের ভর্তি ফিসহ বিভিন্ন ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেছে অভিভাবকরা। বুধবার সকাল এগারোটায় স্কুলের গেট অবরোধ করে ভর্তি ফিসহ অন্যান্য ফি কমানোর দাবিতে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেয়। অভিভাবকরা অভিযোগ করেন, গত বছর স্কুলের বিভিন্ন ক্লাসে ভর্তি ফি তিন হাজার টাকা থাকলেও এবছর ভর্তি ফি পাঁচ হাজার টাকা করা হয়েছে। এছাড়া বাড়ানো হয়েছে স্কুলের বেতনসহ অন্যান্য ফি। ফলে অভিভাবকদের জন্য স্কুলে ছাত্র-ছাত্রীদের পড়ানো কঠিন হয়ে পড়ছে। সীতাকুণ্ডে পুলিশ পরিচয়ে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম), ৩১ ডিসেম্বর ॥ সীতাকুণে গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া বোয়ালিকুল এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, বোয়ালিকুল এলাকার জেবল সর্দারের বাড়িতে একদল ডাকাত প্রথমে পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে। ঘরে থাকা সদস্যরা দরজা খুলতে অস্বীকৃতি জানালে ডাকাত দল দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ল্যাপটপ ও মোবাইল নিয়ে যায়। ব্রি’র বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩১ ডিসেম্বর ॥ গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ৬ দিনব্যাপী ‘ব্রি বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০১৩-১৪’ শুরু হয়েছে। বুধবার সকালে ইনস্টিটিউট মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী সভায় কৃষি সচিব এসএম নাজমুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার প্রথম দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি’র মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস। অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম আযাদ, এ জেড এম মমতাজুল করিম, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. শাহজাহান কবীর এবং ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. আনছার আলী।
×