ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:০০, ৩১ ডিসেম্বর ২০১৪

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

অধ্যায়-১ পূর্ব প্রকাশের পর বহুনির্বাচনী প্রশ্ন : ১৪.পুলিশের গুলির মাধ্যমে যে ভাষা আন্দোলনকে স্তব্ধ করতে চাওয়া হয়েছিল তার ফলাফল হলো- র) সাধারণ মানুষ ভাষার দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে রর) সাধারণ মানুষ পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা প্রকাশ করে ররর) বাঙালি জাতীয়তাবাদের বিকাশ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ওররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৫.ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনার কে উদ্বোধন করেন? ক) শহিদ শফিউরের পিতা খ) শহিদ আবুল বরকতের পিতা গ) শহিদ আব্দুল জব্বারের পিতা ঘ) শহিদ রফিক উদ্দিনের পিতা ১৬. যুক্তফ্রন্ট কিসের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেছিল? ক) সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে খ) নির্বাচনী ইশতেহারের মাধ্যমে গ) হরতালের মাধ্যমে ঘ) পশ্চিম পাকিস্তান অবরোধের মাধ্যমে নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও। ছাত্ররা ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করে। পুলিশ মিছিলের ওপর গুলি চালায়। গুলিতে নিহত হলেন রফিক উদ্দিন, আব্দুল জব্বার এবং আবুল বরকত। আহতের সংখ্যা ছিল অনেক। ১৭. অনুচ্ছেদে কোন আন্দোলনের কথা বলা হয়েছে ক) ভাষা আন্দোলন খ) স্বাধীনতা সংগ্রাম গ) গণঅভ্যুত্থান ঘ) ছয় দফা আন্দোলন ১৮. উক্ত আন্দোলনের অর্জন ছিল র) সংস্কৃত ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দান রর) বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দান ররর) একুশে ফেব্রুয়ারি স্মরণে যুক্তফ্রন্টের একুশ দফা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৯.পূর্ব পাকিস্তানকালীন সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কী ছিল? ক) ধর্ম খ) ভৌগোলিক নৈকট্য গ) ভাষা ঘ) পেশা ২০.প্রতিষ্ঠানলগ্নে আওয়ামী মুসলিম লীগের দাবিগুলো ছিল র) স্বায়ত্তশাসন রর) প্রাদেশিক নির্বাচন ররর) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও : পাকিস্তান সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভ দানা বাঁধতে থাকে। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে নির্বাচনকে সামনে রেখে ১৯৫৪ সালে একটি জোট গঠন করে। ২১.উদ্দীপকে উল্লেখিত রাজনৈতিক জোটটির নাম কী ছিল? ক) যুক্তফ্রন্ট খ) চার দলীয় জোট গ) মহাজোট ঘ) সাতদলীয় জোট ২২. এজোটের অন্যতম নির্বাচনী কর্মসূচি ছিল- র) বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি রর) ২১ শে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা ররর) পাটশিল্প জাতীয়করণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র, রর ও ররর গ) র ও ররর ঘ) রর ও ররর ২৩. যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কী ছিল? ক) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার দাবি খ) বিনা ক্ষতি পূরণে জমিদারি প্রথা উচ্ছেদ গ) মুসলিমদের মধ্যে জমিদারি প্রথা বন্টন ঘ) রাজবন্দীদের মুক্তিদান ২৪. যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় থাকার সময় বাস্তবায়িত হয় র) পূর্ব- বাংলার স্বায়ত্তশাসন রর) ২১ শে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা ররর) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৫. শেখ মুজিবুর রহমান ছয় দফা কোন শহরে পেশ করেছিলেন। ক) করাচি খ) রাওয়ালপিন্ডি গ) পেশোয়ার ঘ) লাহোর ২৬. পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে এগিয়েছিল- র) প্রাথমিক শিক্ষায় রর) মাধ্যমিক শিক্ষায় ররর) উচ্চতর শিক্ষায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৭. ১৯৭০ সালের কত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়? ক) ৭ ডিসেম্বরস খ) ৮ ডিসেম্বর গ) ৯ ডিসেম্বর ঘ) ১০ ডিসেম্বর ২৮.গণঅভ্যুত্থানে যুক্ত হতে গিয়ে শহিদ হন- র) মওলানা ভাসানী রর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ ররর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শাসসুজ্জোহা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর নিচের অুনচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও : মিশরীয় স্বৈরশাসকদের নির্যাতন নিষ্পেষনে অতিষ্ঠ হয়ে মিশরীয় জনগণ স্বৈরশাসকদের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে। প্রতিবাদ এক সময় রাজতান্ত্রিক স্বৈরশাসকদের পতন ঘটায় ফলে মিশরে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
×