ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মায়েদের উচ্ছ্বাস

প্রকাশিত: ০৫:২৩, ৩১ ডিসেম্বর ২০১৪

মায়েদের উচ্ছ্বাস

সন্তানের ভালো ফলে সবচেয়ে বেশি খুশি হন মা। এ কারণে ছেলে-মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, আনা-নেয়া, হোমওয়ার্ক, খাওয়া দাওয়া, খেলাধুলা ও ঘুম সবকিছুতেই মায়েদের থাকে অশেষ যতœ ও মমতা। সন্তানের ব্যাপারে তারা থাকেন সদা সচেতন। সারা বছর সন্তানের লেখাপড়ার ব্যাপারে মনোযোগী থাকেন আর মনে মনে আশায় বুক বাঁধেন বছর শেষে পরীক্ষায় মেধার পরিচয় দেবে তাঁর সন্তান। ভালো ফলাফলে তাদের সকল পরিশ্রম সার্থকতা পায়। এ কারণে ছেলে-মেয়েদের পরীক্ষার ফল নিয়ে তাদের উচ্ছ্বাসের কমতিও নেই। এ বছর জেএসটি ও পিএসপি পরীক্ষায় সন্তানেরা ভালো ফল করায় মায়েদের মুখেও ছড়িয়ে পড়েছে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ও হাসি। ছোটদের মতো তাঁরাও হাত উঁচিয়ে দেখান বিজয় চিহ্ন। রাজধানীর ভিকারুন্নেসা স্কুল থেকে ছবিটি ক্যামেরাবন্দি করেছেন জনকণ্ঠের আলোকচিত্রী কেএইচ জসিম।
×