ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৩৫তম বিসিএস প্রিলি পরীক্ষা এক মাস পেছাল

প্রকাশিত: ০৫:২২, ৩১ ডিসেম্বর ২০১৪

৩৫তম বিসিএস প্রিলি পরীক্ষা এক মাস পেছাল

স্টাফ রিপোর্টার ॥ এক মাস পিছিয়েছে ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আগামী ছয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই সময়ে পাবলিক পরীক্ষা থাকায় ৬ মার্চ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে সরকারী কর্মকমিশন (পিএসসি)। পাবলিক পরীক্ষা চলায় স্কুল কলেজগুলোতে কেন্দ্র পাওয়া যাবে না উল্লেখ করে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ন নেছারউদ্দিন বলেছেন, বিসিএসের অনেক পরীক্ষার্থী। তাদের জন্য পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত জটিলতার জন্য পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। ফেব্রুয়ারিতে এসএসসিসহ বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। আমাদের ২০০ এর বেশি কেন্দ্র প্রয়োজন। বিষয়টির কথা মাথায় রেখে পরীক্ষা এক মাস পিছিয়ে দেয়া হয়েছে। ৩৫তম বিসিএসে অংশ নিতে দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন, যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ৩৪তম বিসিএসে দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেছিলেন। পরীক্ষার আসন ব্যবস্থা ও অন্যান্য বিষয় পরে সংবাদ মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এক হাজার ৮০৩টি শূন্য পদে কর্মকর্তা নিয়োগের জন্য গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদনের সময় শেষ হয় গত ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টায়। তবে পরে আরও ৭২ ঘণ্টা অনলাইনে ফি জমা দেয়ার সুযোগ ছিল সরকারী চাকরি প্রার্থীদের।
×