ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রাথমিকে মনিপুর উচ্চ বিদ্যালয়, অষ্টমে রাজউক উত্তরা কলেজ

প্রকাশিত: ০৫:১১, ৩১ ডিসেম্বর ২০১৪

প্রাথমিকে মনিপুর উচ্চ বিদ্যালয়, অষ্টমে রাজউক উত্তরা কলেজ

স্টাফ রিপোর্টার ॥ টানা চতুর্থবারের মতো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দেশসেরা ফল করেছে ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার সারাদেশের মধ্যে সেরা ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই রাজধানীর। এগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে ন্যাশনাল আইডিয়াল স্কুল ও তৃতীয় স্থানে রয়েছে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। এদিকে ৮ম শ্রেণীর পরীক্ষায় দেশসেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। ডিআরভুক্ত ছাত্রছাত্রী, জিপিএ-৫, পাসের হার ও উপস্থিত ছাত্রছাত্রীদের হারের ভিত্তিতে সেরা বিদ্যাপিঠ নির্বাচন করা হয়েছে। ৫ম শ্রেণী পরীক্ষায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পঞ্চম শ্রেণীর ৩ হাজার ৩৪৯ পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৩২ জন। সেরাদের সেরা মনিপুর উচ্চ বিদ্যালয় পেয়েছে ৯৯ দশমিক ৭৫ পয়েন্ট। প্রাথমিকে দেশসেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে ১৬টিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবার। ঢাকার মতিঝিল ন্যাশনাল আইডিয়াল স্কুল ৭৪ দশমিক ০৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে। এই স্কুল থেকে এক হাজার ৫১৮ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪০৪ জন। মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল ৬৮ দশমিক ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। এই স্কুলের এক হাজার ১৩৩ জনের মধ্যে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৫৭ জন। মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ (স্কোর ৬৫১ দশমিক ৯৬) চতুর্থ এবং রমনার ভিকারুন নিসা নূন স্কুল (স্কোর ৬৫ দশমিক ৫৭) পঞ্চম এবং ডেমরার সামসুল খান স্কুল এ্যান্ড কলেজ (স্কোর ৬৩ দশমিক ১৫) দেশসেরাদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। মেধাক্রম অনুযায়ী শীর্ষ ২০ এর বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল (স্কোর ৬০ দশমিক ৬৫), কুমিল্লা সদরের কুমিল্লা মডার্ন স্কুল (স্কোর ৫৯ দশমিক ৯১) ও ডেমরার এ কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কোর ৫৯ দশমিক ০১)। গুলশান আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ (স্কোর ৫৮ দশমিক ৬৩), চট্টগ্রামের বিএন স্কুল এ্যান্ড কলেজ (স্কোর ৫৭ দশমিক ৭৭), ঢাকার শহীদ বীর উত্তম লে. আনোয়ার গালর্স কলেজ (স্কোর ৫৭ দশমিক ৪২), রমনার উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজ (স্কোর ৫৭ দশমিক ৪০)। এরপর যথাক্রমে রয়েছে ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ পুলিশ স্মৃতিস্কুল এ্যান্ড কলেজ, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, মতিঝিল আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়, খুলনা জিলা স্কুল, গুলশানের বনানী বিদ্যা নিকেতন, ঢাকা ক্যান্টনমেন্টের উত্তরা হাইস্কুল এ্যান্ড কলেজ। এছাড়া অষ্টম শ্রেণীতে ৯৯ দশমিক ৩২ পয়েন্ট পেয়ে দেশসেরা স্কুল হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। ৯৮ দশমিক ৫১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ভিকারুননিসা নূন স্কুল, ৯৬ দশমিক ৫৩ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, ৯৫ দশমিক এক পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে শামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজ। এছাড়াও ৯৪ দশমিক ৩৮ পয়েন্ট পেয়ে পঞ্চম অবস্থানে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ৯৩ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে ষষ্ঠ অবস্থানে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, ৯৩ দশমিক দুই পয়েন্ট পেয়ে সপ্তম অবস্থানে সাফিউদ্দিন সরকার একাডেমি, ৯২ দশমিক ৯৬ পয়েন্ট পেয়ে অষ্টম অবস্থানে মতিঝিল সরকারী বালিকা বিদ্যালয়, ৯২ দশমিক দুই পয়েন্ট পেয়ে নবম অবস্থানে বিদ্যাময়ী সরকারী বালিকা বিদ্যালয়, ৯১ দশমিক ৭১ পয়েন্ট পেয়ে দশম অবস্থানে মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়। একাদশ থেকে সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, এসটি জোসেপ হাইস্কুল, হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়, এ কে এম হাই স্কুল এ্যান্ড হোমস, ময়মনসিংহ বালিকা ক্যাডেট কলেজ, শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ময়মনসিংহ জিলা স্কুল, মির্জাপুর ক্যাডেট কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি হাইয়ার সেকেন্ডারি স্কুল।
×