ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোটা মানুষে শীর্ষে হাঙ্গেরি

প্রকাশিত: ০৫:০৭, ৩১ ডিসেম্বর ২০১৪

মোটা মানুষে শীর্ষে হাঙ্গেরি

ভাল-মন্দ কত ক্ষেত্রেই শীর্ষস্থান দখল করে চলেছে বিশ্বের বিভিন্ন দেশ। মোটা মানুষের সংখ্যাও গণ্য হয়েছে সেই তালিকায়। ইউরোপবাসী বের করেছে তাদের কোন দেশটিতে মোটা মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আর তাতে শীর্ষে রয়েছে হাঙ্গেরি। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) ইউরোপের ৩০টি দেশে জরিপের ভিত্তিতে তৈরি করেছে এ-সংক্রান্ত প্রতিবেদন। ‘হেলথ এ্যাট এ গ্লান্স : ইউরোপ ২০১৪’ শিরোনামের প্রতিবেদনটিতে বলা হয়েছে, হাঙ্গেরির সাড়ে ২৮ শতাংশ মানুষ অতিরিক্ত ওজনের অধিকারী। তালিকায় এর পরেই রয়েছে ব্রিটেন। সেখানকার ২৪.৭ শতাংশ মানুষ মোটা। নরওয়ে, সুইজারল্যান্ড, ইতালি, বুলগেরিয়া, সুইডেন, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও রোমানিয়ায় মোটা মানুষের সংখ্যা ১৩ শতাংশের নিচে। অন্যদিকে পুরো ইউরোপে মোটা মানুষের হার গড়ে ১৬.৭ শতাংশ। ব্রিটেনকে এ অবস্থা থেকে উদ্ধার করতে ত্বরিত কর্মসূচী হাতে নিতে চায় দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ। সংস্থাটির প্রধান সায়মন স্টিভেন জানান, ২০ বছর আগেও এতটা খারাপ অবস্থা ছিল না ব্রিটেনে। চেষ্টা করলে আবার সেই অবস্থায় ফিরে যাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। তাই সরকারের সঙ্গে সাধারণ মানুষ, স্কুল কর্তৃপক্ষ, খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে এক হয়ে কাজ করার ওপর জোর দেন তিনি। -সূত্র : ডেইলি মেইল
×