ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন চার্চিল!

প্রকাশিত: ০৬:৩৬, ৩০ ডিসেম্বর ২০১৪

ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন চার্চিল!

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সম্ভবত ইসলাম ধর্ম গ্রহণ করার আগ্রহই প্রকাশ করেছিলেন। পরে তাঁর শ্যালিকা তাঁকে এ থেকে নিবৃত্ত করেন। ১৯০৭ সালে চার্চিলের শ্যালিকা লেডি গোয়েনডোলিন এক চিঠিতে ইসলাম ধর্ম নিয়ে চার্চিলের আগ্রহ থেকে তাঁকে সরে আসার আহ্বান জানান। সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়ারেন ডক্টার এই চিঠিটির সন্ধান পান। ‘উইনস্টন চার্চিল এ্যান্ড দ্য ইসলামিক ওয়াল্ড’ নামে একটি বই লিখছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই গবেষক। ১৮৯০ দশকের শেষদিকে ভারতে সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন দুইবারের নোবেল জয়ী চার্চিল। চার্চিলের শ্যালিকা গোয়েনডোলিন চিঠির শুরুতে এভাবে লিখেনÑ অনুগ্রহ করে আপনি ইসলাম ধর্মে দীক্ষিত হবেন না। আমি আপনার মধ্যে সত্যিকার অর্থে প্রাচ্য ঐতিহ্য ও ইসলামের প্রতি ঝোঁক প্রবণতা লক্ষ্য করেছি। তিনি আরও লিখেনÑ আপনি যদি ইসলামের সংস্পর্শে আসেন, তাহলে ধমান্তর সম্পর্কে আপনি যা ভেবেছেন সে ধারণা এক পর্যায়ে উবে যাবে। -হিন্দুস্থান টাইমস অনলাইন রেকর্ড গড়ল ‘ইন্টারভিউ’ জেমস ফ্রাঙ্কো ও সেথ রোজেন অভিনীত ইন্টারভিউ ছবিটি মুক্তির চার দিনের মধ্যে অনলাইনে রের্কডসংখ্যক দেড় কোটিবার ডাউনলোড হয়েছে। উত্তর কোরীয় নেতাকে হত্যার জন্য দুজন সাংবাদিককে নিয়োগ দেয়ার কল্পিত কাহিনী ছবিটির প্রধান উপজীব্য। সম্ভবত এ কারণেই ছবিটি মুক্তির আগে উত্তর কোরিয়ার পক্ষ থেকে সনি পিকচার্সের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বলে সন্দেহ করা হয়েছিল। ছবিটি ২৪ ডিসেম্বর মুক্তি পায়। গার্ডিয়ান অব পিস নামে একটি গ্রুপ ওই হ্যাকিংয়ের দায় স্বীকার করেছিল। ছবিটি ইউটিউব ও মাইক্রোসফটের এক্সবক্সে দেখা যাচ্ছে। ছবিটি এইচডি ফরম্যাটের বিক্রয়মূল্য ১৫ ডলার। -বিবিসি অনলাইন
×