ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগ শুরু ২৫ জানুয়ারি

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ ডিসেম্বর ২০১৪

জাতীয় ক্রিকেট লীগ শুরু ২৫ জানুয়ারি

স্পোর্টস রিপোর্টার ॥ দরজায় কড়া নাড়ছে একাদশ বিশ্বকাপ ক্রিকেট আসর। এখনও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে খেলছেন ক্রিকেটাররা। সুপার লীগ শেষ হওয়ার পরপরই ঘোষণা হবে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল। তবে বিশ্বকাপের আগেই প্রথম শ্রেণীর ক্রিকেট আসর জাতীয় ক্রিকেট লীগের সময়সূচী জানিয়েছে লীগ কমিটি। আগামী ২৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ১৬তম জাতীয় লীগের আসর। সোমবার লীগ কমিটির বৈঠক শেষে জানানো হয় এবার না হলেও সামনের আসর থেকে লীগের প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্তের কথা। ১৭তম আসরটি অনুষ্ঠিত হবে দুই স্তরে আর চ্যাম্পিয়নশিপ মানি বেড়ে দাঁড়াবে যথাক্রমে ২০ লাখ ও ৫ লাখ টাকা। সবমিলিয়ে আট ভেন্যুতে এবার জাতীয় লীগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকার বাইরে এবার ৬ ভেন্যু চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর। আর ঢাকার দুটি ভেন্যু হলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। এ বছর সব আগের মতো থাকলেও পরবর্তী আসরে প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনের আসরে চ্যাম্পিয়ন প্রাইজমানি প্রথম টায়ারের জন্য ২০ লাখ টাকা ও সেকেন্ড টায়ারের জন্য ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। রানার্সআপ প্রাইজমানি প্রথম টায়ারে ৫ লাখ টাকা রাখা হলেও দ্বিতীয় টায়ারের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ম্যাচ সেরার পুরস্কার বর্তমানে ১৫ হাজার টাকা আছে এটা বেড়ে দাঁড়াবে যথাক্রমে ২৫ হাজার ও ১৫ হাজার টাকা। টুর্নামেন্ট সেরা পাবেন ১ লাখ টাকা ও ৫০ হাজার টাকা। বাড়ানো হচ্ছে উৎসাহ ভাতাও। প্রথম টায়ারের জন্য ৫ লাখ টাকা এবং দ্বিতীয় টায়ারের জন্য ৩ লাখ টাকা। তবে প্রত্যাহিক ভাতা একই রকম থাকবে ১ হাজার টাকা করে। বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ ফরিদপুরে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সোমবার ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে শেষ হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান। সমাপনী দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপে সদরপুরের দক্ষিণ চর নাসিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাবিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে আঞ্চলিক পর্যায়ের শিরোপা লাভ করে। আগামী ২ জানুয়ারি থেকে একই মাঠে বিভাগীর পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর।
×