ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতির সঙ্গে সুপ্রীম কোর্টের বিচারপতি প্রতিনিধি দলের সাক্ষাত

প্রকাশিত: ০৫:১৪, ৩০ ডিসেম্বর ২০১৪

রাষ্ট্রপতির সঙ্গে সুপ্রীম কোর্টের বিচারপতি প্রতিনিধি দলের সাক্ষাত

প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিচারপতিদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করেছেন। বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতিকে সুপ্রীমকোর্টের কর্মকা- সম্পর্কে অবহিত করেন। তাঁরা বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। প্রতিনিধি দলের সদস্যরা বিচার বিভাগের কিছু সমস্যা সম্পর্কে রাষ্ট্রপতি হামিদকে অবহিত করেন। রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। খবর বাসসর। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি তারিকুল হাকিম, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি এএফএম আবদুর রহমান, বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বিচারপতি একেএম আবদুল হাকিম, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মোঃ আশরাফুল কামাল, বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আশীষ রঞ্জন দাস। এর আগে আপীল বিভাগের বিচারপতি ইমান আলী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন। বৈঠকে বিচারপতি ইমান আলী রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, ‘শিশু অধিকার রক্ষায় তার অবদানের জন্য ব্রাসেলসের দ্য ইন্টারন্যাশনাল জুভেনাইল জাস্টিস অবজারভেটরি তাকে জুভেনাইল উইদাউট বর্ডারস ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড’ প্রদান করে। আবদুল হামিদ এ পুরস্কার লাভের জন্য তাঁকে অভিনন্দন জানান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
×