ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল আজ

প্রকাশিত: ০৫:১০, ৩০ ডিসেম্বর ২০১৪

পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ প্রকাশ হচ্ছে পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ফল। সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি হস্তান্তর করা হবে। বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে প্রথমে জেএসসি-জেডিসির ফল নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। সংবাদ সম্মেলনের পরই শিক্ষার্থীরা স্কুল থেকে ফল জানতে পারবে। ফল শিক্ষা বোর্ড এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া মোবাইলে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর (িি.িফঢ়ব.মড়া.নফ) এবং টেলিটকের সংশ্লিষ্ট ওয়েবসাইট (িি.িফঢ়ব.ঃবষবঃধষশ.পড়স.নফ) থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল জানা যাবে। এছাড়া যে কোন মোবাইল ফোন থেকে উচঊ লিখে স্পেস দিয়ে থানা/ উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন যে কেউ। ইবতেদায়ীর ফল পেতে ঊইঞ লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএস লেখার সময় সরকারী অথবা রেজিস্ট্রার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঊগওঝ কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে, যা প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে। অন্যদিকে শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট (িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) ছাড়াও শিক্ষার্থীরা স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট থেকে জেএসসি-জেডিসির ফল জানতে পারবে। যে কোন মোবাইল থেকে ঔঝঈ/ঔউঈ লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখতে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে। ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে ২৩ থেকে ৩০ নবেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ শিক্ষার্থী। হরতালে শিক্ষক হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ শিক্ষামন্ত্রীর ॥ বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে পিকেটারদের ছোড়া ঢিলে শিক্ষিকা নিহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জড়িতদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। সোমবার সচিবালয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, এ ঘটনা মর্মান্তিক, দুঃখজনক। আমরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। নোয়াখালীর মাইজদী পৌরবাজারে পিকেটারদের ঢিলের আঘাতে রাজধানীর আগারগাঁওয়ের তাওহীদ ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার ঝর্ণার মৃত্য হয়।
×