ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে জমি দখল নিয়ে সংঘর্ষের আশঙ্কা

প্রকাশিত: ০৫:৩৬, ২৯ ডিসেম্বর ২০১৪

লক্ষ্মীপুরে জমি দখল নিয়ে সংঘর্ষের আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৮ ডিসেম্বর ॥ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসাবাড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মোবারক হোসেনের পরিবারের ৫ শতাংশ জমি দখল করে এক প্রভাবশালীর বিরুদ্ধে ঘর উত্তোলন করার অভিযোগ উঠেছে। রবিবার মধুপুর এলাকার স্থানীয় আইডিয়াল সিটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, রবিবার ভোরে রাখালিয়া গ্রামের প্রভাবশালী ইসমাইল হোসেন ওরফে মিঠু চৌধুরী দলবল নিয়ে জমিটি দখল করতে আসে। এ সময় তিনি স্থানীয়দের কাছে নিজেকে জমির মালিক পরিচয় দিয়ে টিনসেড ঘর নির্মাণ করেন। ঘটনার সময় মোবারক ও তাঁর পরিবারের কেউ সেখানে ছিলেন না। মোবারক হোসেন বলেন, আমাদের কেনা জমিটির ওপর দখলবাজ মিঠু চৌধুরীর কুনজর পড়ে। হঠাৎ তিনি মালিকানা দাবি করে লোকজন নিয়ে জোরপূর্বক জমিতে ঘর তুলেছেন। এ ব্যাপারে ইসমাইল হোসেন ওরফে মিঠু চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটির মালিকানার কাগজপত্র আমার কাছে রয়েছে। এ জন্য আমি জমিটি দখল করেছি। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে যে কোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
×