ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চিকিৎসকের দায়িত্বহীনতা ঝালকাঠিতে খাবার ওষুধ মলদ্বারে ব্যবহারের পরামর্শ

প্রকাশিত: ০৫:৩৬, ২৯ ডিসেম্বর ২০১৪

চিকিৎসকের দায়িত্বহীনতা ঝালকাঠিতে খাবার ওষুধ মলদ্বারে ব্যবহারের  পরামর্শ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৮ ডিসেম্বর ॥ সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সানজিদা শিশুকে ভুল চিকিৎসাপত্র দিয়েছেন। তবে শিশুর পরিবার সচেতন থাকায় এই চিকিৎসকের দেয়া চিকিৎসাপত্রের ওষুধ ব্যবহারের বিষয়টি যাচাই-বাছাই করতে গিয়ে চিকিৎসকের ভুল ধরা পড়েছে। বিষয়টি ঝালকাঠির সিভিল সার্জনকেও জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কবিরাজবাড়ি সড়কের মোঃ কামরুজ্জামান জুয়েলের ৭ বছরের শিশুকন্যা পিওমনি পড়ে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পায় এবং এক্সরে ধরা পড়ে শিশুটির পায়ের হার ভেঙ্গে গেছে। ডাক্তার তার চিকিৎসাপত্রে ক্লোফেনাগ ট্যাবলেট একটি করে রোজ ২ বার খাওয়ানোর নির্দেশনা দেয়। তবে ডাক্তার এই ওষুধ মুখ দিয়ে সেবন করানোর পরিবর্তে মলদ্বারে দেয়ার পরামর্শ দেয়। এছাড়াও সিপ্টিল নামক সিরাফ দেড় চামচ করে ৪বার ৭দিন খাওয়ানোর পরামর্শ দেয়া হয়। কিন্তু এই পরিবারের সদস্যরা ওষুধটির সেবনের নিয়ম অন্য চিকিৎসকদের পরামর্শ নিলে তারা ধারণা দেয় এই ধরনের ওষুধ এই বয়সের শিশুকে এই পরিমাণ দৈনিক ২ বারের বেশি খাওয়ানো বিপজ্জনক ছিল।
×