ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালে উদাসীনতায় থমকে আছে দীপরাজের উদ্ধার কাজ

প্রকাশিত: ০৫:৩৪, ২৯ ডিসেম্বর ২০১৪

বরিশালে উদাসীনতায়  থমকে আছে দীপরাজের উদ্ধার কাজ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর চরআবদানীতে কুয়াশার কারণে চরে উঠে যাওয়া এমভি দীপরাজ লঞ্চটি রবিবার বিকেল পর্যন্ত উদ্ধারের অপেক্ষায় রয়েছে। শুক্রবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত লঞ্চটি উদ্ধারে কোন তৎপরতা নেই কর্তৃপক্ষের। অপরদিকে শনিবার সকাল থেকেই দুর্ঘটনাকবলিত দীপরাজকে উদ্ধার করতে আসা লঞ্চ ‘অগ্রণী’ ঘটনাস্থলে অবস্থান করছে। লঞ্চের সুপারভাইজার রিয়াজুল ইসলাম জানান, অগ্রণী দিয়ে আটকা পড়া লঞ্চ দীপরাজ উদ্ধার সম্ভব নয়। তিনি আরও জানান, দীপরাজের পেছন অংশ জোয়ারের পানিতে নিমজ্জিত হওয়ায় ইঞ্জিনরুমে পানি প্রবেশ করে কীর্তনখোলা নদীতে তেল ছড়িয়ে পড়েছে। বরিশাল নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের যুগ্ম পরিচালক মোঃ শাহজালাল হক জানান, লঞ্চটির পেছনের অংশ তলিয়ে যাওয়ায় রশি দিয়ে শক্তভাবে বেঁধে রাখা হয়েছে। তিনি আরও জানান, পটুয়াখালীতে থাকা উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ দিয়ে এই লঞ্চ তোলা সম্ভব নয়। ফলে মংলায় থাকা উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’কে বরিশালে আসার জন্য খবর দেয়া হয়েছে।
×