ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের হোঁচট ম্যানইউর

প্রকাশিত: ০৫:৩১, ২৯ ডিসেম্বর ২০১৪

ফের হোঁচট ম্যানইউর

স্পোর্টস রিপোর্টার ॥ টানা ছয় জয়ে শিরোপা রেসে ভালমতোই ফিরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর এ্যাস্টন ভিলার সঙ্গে ১-১ গোলে ড্র করে হোঁচট খায় রেড ডেলিভসরা। গত শুক্রবার নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছিল আসরের সর্বোচ্চ ২০ বারের শিরোপাধারীরা। কিন্তু এক ম্যাচ পর আবারও ধাক্কা খেয়েছে লুইস ভ্যান গালের দল। রবিবার অনুষ্ঠিত এ্যাওয়ে ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড গোলশূন্য ড্র করে স্বাগতিক টটেনহ্যাম হটস্পারের সঙ্গে। এই ড্রয়ে শিরোপা রেস থেকে আরও পিছিয়ে পড়ল ম্যানইউ। ১৯ ম্যাচ শেষে তৃতীয় স্থান ধরে রাখলেও তাদের ভা-ারে জমা ৩৬ পয়েন্ট। গতরাতের ম্যাচের আগ পর্যন্ত ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি ও ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। হোয়াইট হার্ট লেনে ম্যাচের শুরু থেকেই হয় হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে ম্যানইউর বলের দখল ছিল ৫১ শতাংশ। আর টটেনহ্যামের ৪৯ শতাংশ। দু’দলই গোলে শট নেয় নয়টি করে। এর মধ্যে গোলপোস্টে যায় ম্যানইউর পাঁচ ও স্পার্সর্দের চারটি শট। কিন্তু কোন দলই কাক্সিক্ষত গোলের দেখা পায়নি। ফাউলের প্রবণতা বেশি ছিল অতিথিদের।
×