ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভলিবলে ভাগ্যকূল চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:৩০, ২৯ ডিসেম্বর ২০১৪

ভলিবলে ভাগ্যকূল চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ স্কুল ভলিবলের বালক বিভাগে শ্রীনগর উপজেলার ভাগ্যকূল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ের ফাইনালে তারা ১৫-১১ পয়েন্টে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়কে হারিয়ে এই গৌরব অর্জন করে। বালিকা বিভাগে প্রতিদ্বন্দ্বী দল না থাকায় মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা ব্যাটমিন্টনে দ্বি-মুকুট অর্জন করেছে গজারিয়া ভবেচর বালিকা উচ্চ বিদ্যালয়। একই মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা দ্বৈতে ১৫-১৪ এবং এককে ১৫-৯ পয়েন্টে মুন্সীগঞ্জ সদর উপজেলার আমিরুল হক পৌর উচ্চ বালিকাকে হারিয়ে এই গৌরব অর্জন করে। অপরদিকে বালক বিভাগের দ্বৈতে ১৫-১২ পয়েন্টে গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সিরাজদিখান উপজেলার রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এককে একই বিদ্যালয়কে ১৫-৯ পয়েন্টে হারিয়ে সিরাজদিখান উপজেলার খাস মহল বালুরচর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। পরে সন্ধ্যায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ মোঃ মহিউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলার চেয়ারম্যান আনিস-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কুদ্দুস আলী সরকার এবং জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম। এর আগে সকালে জেলা পর্যায়ের ৪৪তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়ার জেলা পর্যায়ের তিনব্যাপী চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক সওদাগর মোস্তাফিজুর রহমান।
×