ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বছরের শুরুতেই এসি মিলানে যোগ দিচ্ছেন টোরেস

প্রকাশিত: ০৫:২৮, ২৯ ডিসেম্বর ২০১৪

বছরের শুরুতেই এসি মিলানে যোগ দিচ্ছেন টোরেস

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে ঠিকানা নিশ্চিত হয়ে গেল ফার্নান্দো টোরেসের। ইতালিয়ান ক্লাব এসি মিলান হতে যাচ্ছে তাঁর স্থায়ী ঠিকানা। আগামী জানুয়ারিতেই চেলসি ছেড়ে মিলানে যোগ দেয়ার আনুষ্ঠানিক চুক্তি অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমের শুরুতে চেলসি থেকে ধারে টোরেস খেলতে গিয়েছিলেন মিলানে। দুই বছরের জন্য ছিল সেই ধারের মেয়াদ। আর সেটাই এবার স্থায়ী হচ্ছে। মিলানে নিজের স্থায়ী আবাস গড়তে যাচ্ছেন এবার তিনি। সান সিরোর এ ক্লাবটির সঙ্গে চুক্তি পাকাপাকি হবে নতুন বছরের প্রথম মাসে ট্রান্সফার উইন্ডো উন্মুক্ত হওয়ার পর। ৩০ বছর বয়সী টোরেস তিন বছর পর স্ট্যামফোর্ড ব্রিজের আঙ্গিনা ছাড়তে যাচ্ছেন। যদিও জোর গুজব ছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন এ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন টোরেস। কিন্তু সেসব গুজবকে মিথ্যা প্রমাণ করে তিনি আগামী ৫ জানুয়ারিই এসি মিলানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এ স্প্যানিশ স্ট্রাইকার। এ্যাটলেটিকোতেই নিজেকে গড়ে তুলেছেন টোরেস। সেখানেই শুরু করেছিলেন পেশাদার ক্যারিয়ার। তবে ১২ বছর এ্যাটলেটিকোতে থাকার পর তাঁকে ২০০৭ সালে ছিনিয়ে নেয় ইংলিশ প্রিমিয়ার লীগের দল লিভারপুল। তবে ২০১১ সালে তাঁকে ইংল্যান্ডের রেকর্ড ট্রান্সফার ফি ৫০ মিলিয়ন ইউরোতে কিনে নিয়েছিল চেলসি। তারপর থেকে স্ট্যামফোর্ড ব্রিজেই ছিলেন। অবশ্য ২০১০ সালে স্পেনের বিশ্বকাপজয়ী দলের এ সদস্য চেলসির হয়ে ১৭২ ম্যাচ খেলে মাত্র ৪৬ গোল করতে পেরেছিলেন। এর মধ্যে প্রিমিয়ার লীগে মাত্র ২০ গোল পেয়েছেন তিনি ১১০ ম্যাচ খেলে। অথচ লিভারপুলের হয়ে ১০২ ম্যাচে ৬৫ গোল করার কারণেই তাঁকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছিল চেলসি সে সময়। কিন্তু টোরেস নিষ্প্রভ হয়ে গেলেন চেলসির জার্সিতে। এ কারণে গত আগস্টে টোরেসকে দুই বছরের জন্য ধারে খেলার জন্য পেয়েছিল সিরি এ জায়ান্ট মিলান। চেলসি ও এসি মিলানের ক্লাব সূত্র নিশ্চিত করেছে যে আগামী জানুয়ারির দলবদলে টোরেসের বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে এ দুই ক্লাবের মধ্যে। দুই বছরের চুক্তিতে রোজেনারিদের ফায়ার ব্রিগেডে যোগ দিচ্ছেন স্বর্ণকেশী এ ফরোয়ার্ড। তারপরও নিজের শৈশবের ক্লাব এ্যাটলেটিকোয় ফিরতে পারবেন, তবে সেক্ষেত্রে একটি শর্ত পূরণ করতে হবে। যদি ইতালির উইঙ্গার এ্যালেসিও সেরসিকে চুক্তির অংশ হিসেবে মিলানের কাছে ছেড়ে দেয় তাহলে মিলান টোরেসকে ধারে এ্যাটলেটিকোয় পাঠাবে। এর আগে স্পেনের গণমাধ্যমগুলো জানিয়েছিল, সাবেক লিভারপুল তারকা টোরেস আবারও যোগ দিচ্ছেন তার শৈশবের ক্লাব এ্যাটলেটিকোয়। এমনকি দলটির কোচ জার্মান বুরগোস বলেছিলেন, ‘এখন শুধু চুক্তি সম্পাদনের প্রক্রিয়া বাকি। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষ দল চেলসি জানিয়েছে, দুই বছরের জন্য মিলানে যোগ দিচ্ছেন টোরেস। আগামী ৫ জানুয়ারি থেকে মিলানের জার্সি গায়ে জড়াবেন স্পেনের এই উইঙ্গার।’ অর্থাৎ এরপর আর টোরেসের ওপর চেলসির কোন দাবিই থাকবে না। স্থায়ীভাবে তিনি হয়ে যাবেন মিলানের। অনুজ্জ্বল থাকলেও সাড়ে তিন বছরে টোরেস চেলসির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লীগ, ইউরোপা লীগ ও এফএ কাপের শিরোপা।
×