ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাপের ছোবলে বাঘের মৃত্যু

প্রকাশিত: ০৫:১১, ২৯ ডিসেম্বর ২০১৪

সাপের ছোবলে বাঘের মৃত্যু

ভারতে গোখরো সাপের কামড়ে মৃত্যু হলো একটি সাদা বাঘের। ইন্দোরের মধ্যপ্রদেশের কমলা নেহরু চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে। মাত্র তিনবছর বয়সী সাদা বাঘটি গত মাসেই ভিলাই চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকালে এক রক্ষী কাজে এসে দেখেন, রজ্জন নামে সাদা বাঘটি তার খাঁচার মধ্যে অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছে। ভাল করে লক্ষ্য করে তিনি দেখেন, বাঘটির মুখ থেকে ফেনা বেরোচ্ছে। কর্তৃপক্ষ বাঘটির চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে বাঘটির। পরে বাঘের ডেরায় একটি গোখরো সাপ দেখতে পাওয়া যায়। সাপটির শরীরে ক্ষতচিহ্নও দেখতে পান তিনি। চিড়িয়াখানার রক্ষীরাই সাপ ধরার লোকদের খবর দেন। তারাই সাপটিকে বের করে আনেন। ওই চিড়িয়াখানার কর্মীদের অনুমান, সাপটি কোনভাবে বাঘের ডেরায় ঢুকে পড়ে বাঘের লেজে ছোবল মারে। সাপে-বাঘে কিছুটা লড়াইও হয়েছে। ওই চিড়িয়াখানায় তিনটি মেয়ে সাদা বাঘ থাকলেও আর একটিও পুরুষ নেই। মূলত সাদা বাঘের সংখ্যা বাড়ানোর জন্যই ওই বাঘটি আনা হয়েছিল। সূত্র : এনডিটিভি।
×