ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়ায় ফের ইন্টারনেট বিপর্যয়

প্রকাশিত: ০৫:১০, ২৯ ডিসেম্বর ২০১৪

উত্তর কোরিয়ায় ফের ইন্টারনেট বিপর্যয়

সনি পিকচার্সে সাইবার হামলার ঘটনা ও তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাদানুবাদের মধ্যেই দ্বিতীয়বারের মতো ইন্টারনেট বিপর্যয়ের কবলে পড়ল উত্তর কোরিয়া। শনিবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় দেশটির ইন্টারনেট ও থ্রিজি মোবাইল নেটওয়ার্ক স্থবির হয়ে পড়ে। রাত সাড়ে নয়টা পর্যন্ত পরিস্থিতি একই রকম ছিল বলে জানিয়েছে সিনহুয়া। এদিন সকালে সনি পিকচার্সে সাইবার হামলার দায় অস্বীকার করে নিজ দেশের ইন্টারনেট ব্যবস্থায় বিপর্যয় ও অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের পলিসি ডিপার্টমেন্ট।
×