ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মস্কোতে বিরোধীদের সঙ্গে শান্তি আলোচনায় বসবে সিরিয়া !

প্রকাশিত: ০৫:১০, ২৯ ডিসেম্বর ২০১৪

মস্কোতে বিরোধীদের সঙ্গে শান্তি আলোচনায় বসবে সিরিয়া !

চার বছর ধরে চলমান গৃহযুদ্ধের সমাধানের লক্ষ্যে বিরোধীদের সঙ্গে শান্তি আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছে সিরীয় সরকার। আসাদ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রাশিয়ার মস্কোতে এ আলোচনায় বসতে চান। খবর আলজাজিরার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার বলা হয়, সঙ্কটের সমাধান খুঁজতে আগ্রহী সিরীয়দের ডাকে সাড়া দিয়ে সিরিয়া সরকার মস্কোতে একটি প্রাথমিক ও পরামর্শমূলক বৈঠকে বসার জন্য প্রস্তুত। যারা ঐক্য, সার্বভৌমত্ব ও পছন্দের স্বাধীনতায় বিশ্বাসী তাদের সঙ্গে সব সময় আলোচনা করতে প্রস্তুত সিরিয়া আরব প্রজাতন্ত্র। দেশটির পশ্চিমা সমর্থনপুষ্ট বিরোধীরা সরকারের কার্যনির্বাহী পরিষদের পুনর্গঠন দাবি করে আসছে। তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পক্ষ থেকে এ দাবি বরাবরই প্রত্যাখ্যান করা হয়েছে। এদিকে প্রধান বিরোধী ব্লক তুরস্কভিত্তিক সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের প্রধান হাদী আল হাহরা জানান, তারা এখনও এ আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত নেননি। এ সম্পর্কে তারা কিছু জানেন না বলেও উল্লেখ করেন। আসাদের মিত্র দেশ হিসেবে পরিচিত রাশিয়ার পক্ষ থেকে এ আলোচনার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গেছে। -ওয়েবসাইট
×