ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তারেকের বিরুদ্ধে আরও মামলা, গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৫:০৪, ২৯ ডিসেম্বর ২০১৪

তারেকের বিরুদ্ধে আরও মামলা,  গ্রেফতারি পরোয়ানা

কোর্ট রিপোর্র্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা আরও একটি মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির অভিযোগে রবিবার সকালে মামলাটি করেন ঢাকা জেলা ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক আবদুল আজিজ।সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ শুনানি শেষে দ-বিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী বছরের ৫ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রাস্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। শুনানিতে ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দী গ্রহণ করা হয়। একই অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় অর্ধশত মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার অধিকাংশই আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা বা সমন জারি করেছে আদালত। বাকৃবি সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের দায়ের করা মামলায় রবিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ময়মনসিংহ জেলা সিনিয়র জুডিশিয়াল আদালত।
×